#হাওড়া: তিনবছর পর নিরাপত্তা রক্ষী খুনে গ্রেফতার হওয়া হাওড়া পুরসভার ২৯ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর বেকসুর খালাস হলেন, আজ ভার্চুয়াল রায় দিলেন হাওড়া অতিরিক্ত জেলা বিচারক সর্বানী মল্লিক চট্টোপাধ্যায় আজ দুপুরে এই ঘটনায় গ্রেফতার হওয়া ছয় জনকে বেকসুর খালাস করলেন৷
২০১৬ সালের ১৭ জুন হাওড়ার মালিক ফটকে একটি আবাসনে ডিউটি করার সময় খুন হয় বিজয় মল্লিক | সেই ঘটনায় এক বছর পর ১৩ জুন ২০১৭ সালে গ্রেফতার হয় তৃণমূল কাউন্সিলর শৈলেশ রাই | এর আগে এই ঘটনায় গ্রেফতার হয় ৫ জন, এর মধ্যে ITBP র এক জওয়ান সঞ্জয় যাদবকে কাশ্মীর থেকে গ্রেফতার করে হাওড়া থানার পুলিশ | তার বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ছিল | সোমবার দুপুরে ৩৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পরে বিচারক প্রত্যেককে বেকসুর খালাস করেন, মৃত বিজয় মল্লিকের পারিবারিক আইনজীবীর দাবি অনেক তথ্য বিচার্য হয়নি তাই এই মামলা তারা উচ্চ আদালতে নিয়ে যাবেন | অন্যদিকে শৈলেশ রায়ের স্ত্রী ও অনুগামীরা এই রায়ে খুশি |
Debashis Chakraborty