corona virus btn
corona virus btn
Loading

পোলেরহাট পঞ্চায়েত বোর্ড তৃণমূলের, অশান্তির হুঁশিয়ারি অলীক চক্রবর্তীর

পোলেরহাট পঞ্চায়েত বোর্ড তৃণমূলের, অশান্তির হুঁশিয়ারি অলীক চক্রবর্তীর
Photo- Video Grab

টানটান নাটকের পর প্রধান হলেন আরাবুলের পছন্দের সবিতা সর্দার ও উপপ্রধান হলেন হাকিমুল ইসলাম

  • Share this:

#চব্বিশ পরগণা:দীর্ঘ জলঘোলার পর হাইকোর্টের নির্দেশে ভাঙড়ের পোলেরহাট দুই নম্বর পঞ্চায়েতে বোর্ড গঠন হল। টানটান নাটকের পর প্রধান হলেন আরাবুলের পছন্দের সবিতা সর্দার ও উপপ্রধান হলেন হাকিমুল ইসলাম। বোর্ড গঠনের পরই অশান্তির হুঁশিয়ারি অলীক চক্রবর্তীর। প্রধান, উপপ্রধানকে অফিসে ঢুকতে দেওয়া হবে না। হুমকি রেডস্টার নেতার। ফের অশান্তির আশঙ্কায় ভাঙড়।

গত বছর পোলেরহাট দুই গ্রাম পঞ্চায়েতের ভোট হলেও দীর্ঘ টানাপোড়েনের জেরে বোর্ড গঠন হয়নি। তৃণমূলের সংখ্যা গরিষ্ঠতা থাকলেও, ভাঙড়ের পাওয়ার গ্রিড আন্দোলনের জেরে থমকে যায় বোর্ড গঠন। পঞ্চায়েত চালাতে প্রশাসক বসানো, মামলা, পাল্টা মামলার জেরে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠে। অবশেষে হাইকোর্টের নির্দেশে এদিন বোর্ড গঠন ঘিরেও ছিল টানটান নাটক।

বোর্ড গঠনের আগে মেজাজ হারান অলীক চক্রবর্তী। তাঁদের পছন্দের তৃপ্তি বিশ্বাস শেষ মুহূর্তে প্রার্থীপদ প্রত্যাহার করে নেন। শেষমেশ আরাবুলের পছন্দের প্রার্থী পোলেরহাট দুই পঞ্চায়েতের প্রধান হলেন।

-- পঞ্চায়েত প্রধান হলেন তৃণমূলের সবিতা সর্দার

--- উপপ্রধান হলেন আরাবুলের ছেলে হাকিমুল ইসলাম

বোর্ড গঠনের পর অশান্তির হুঁশিয়ারি দেন রেডস্টার নেতা।

এই জয় প্রত্যাশিত বলে মনে করছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

First published: August 15, 2019, 1:22 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर