#কাঁথি: রাজ্য রাজনীতির হটস্পট আজ কাঁথি ৷ শুভেন্দু অধিকারীর পদ্মশিবিরে যোগ দেওয়ার পর তাঁর গড় কাঁথিতেই তৃণমূলের মিছিল ৷ এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতির উত্তেজনা তুঙ্গে ৷ শুভেন্দু অধিকারী ছাড়া প্রথমবার কাঁথিতে মিছিল জোড়াফুলের ৷ মিছিল শুরুর আগেই সংঘর্ষে উত্তপ্ত রামনগর ৷
অভিযোগ, রামনগরের দেপালে বিজেপির মিছিলে প্রথমে হামলা চালায় তৃণমূল। পালটা হামলা চালানোর অভিযোগ ওঠে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে! এরপরই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে দফায় দফায়। উত্তেজনা চরমে ওঠে।আহত হয়েছেন বেশ কিছু তৃণমূল সমর্থক ৷ তৃণমূলের পার্টি অফিসে ‘ভাঙচুর’ চালানোরও অভিযোগ উঠেছে ৷
শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি যোগদানের পরে আজ, বুধবার, তাঁর এলাকায় মিছিল ও সভা করবে তৃণমূল কংগ্রেস। অধিকারী গড়ে সভা। যদিও সেই সভা কার্যত অধিকারীদের বাদ রেখেই করা হচ্ছে। কাঁথি শহরের একাধিক জায়গায় রাস্তা জুড়ে পড়েছে নানা পোস্টার, ব্যানার। শুভেন্দু বা অধিকারী পরিবার ছাড়াও যে পূর্ব মেদিনীপুরে সভা করা যায়, লোক জমায়েত করা যায় সেই চ্যালেঞ্জ কার্যত ছুঁড়ে দেওয়া হল অধিকারী পরিবারের দিকে। আর এই সভার মূল আয়োজন করেছেন অখিল গিরি। যিনি জেলায় অধিকারী পরিবারের বিরোধী হিসেবে পরিচিত। সাথে হাজির হবেন সৌগত রায় ও ফিরহাদ হাকিম।
আগামিকাল ২৪ তারিখে বিজেপির নতুন নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কাঁথি শহর জুড়ে হতে চলেছে পাল্টা পদযাত্রা ও জনসভা। তৃণমূলের সভা এবং পরদিন শুভেন্দু অধিকারীর পদযাত্রাকে ঘিরে সরগরম হতে চলেছে পূর্ব মেদিনীপুরের কাঁথি শহর।
SUJIT BHOWMIK