#কেশপুর: রাজনৈতিক সংঘর্ষে উত্তাল কেশপুর। চলল গুলি-বোমা। জেলায় জেলায় রাজনৈতিক সংঘর্ষের প্রতিবাদে আজ রাজ্যজুড়ে এসপি অফিস ঘেরাও কর্মসূচি বিজেপির। তার অংশ হিসেবেই কেশপুর থানায় বিক্ষোভ দেখাতে মিছিল করে আসছিলেন বিজেপি কর্মীরা।
অভিযোগ, মিছিল আটকায় তৃণমূল। হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুপক্ষ। শুরু হয় বোমাবাজি। চলে গুলি। অভিযোগ জখম হন বেশ কয়েকজন বিজেপি কর্মী। জখম তিনজনকে ভর্তি করা হয় হাসপাতালে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। নামানো হয় র্যাফ।