corona virus btn
corona virus btn
Loading

মাছ ধরতে গিয়ে বাঘের খপ্পরে মৎস্যজীবী, মিলছে না হদিশ

মাছ ধরতে গিয়ে বাঘের খপ্পরে মৎস্যজীবী, মিলছে না হদিশ

সঙ্গীদের দাবি, বৃহস্পতিবার দুপুরে সঞ্জয়কে বাঘে নিয়ে যায়। সঙ্গীরা তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি।

  • Share this:

#সুন্দরবন: মাছ ধরতে গিয়ে নিখোঁজ মৎস্যজীবী। ১৯ অগাষ্ট ঝড়খালি নেতাজি পল্লির বাসিন্দা সঞ্জয় রায় সুন্দরবনের গাজী খালে মাছ ধরতে গিয়েছিলেন। সঙ্গে আরও কয়েকজন মৎস্যজীবী ছিলেন।

সঙ্গীদের দাবি, বৃহস্পতিবার দুপুরে সঞ্জয়কে বাঘে নিয়ে যায়। সঙ্গীরা তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। বৃহস্পতিবার দুপুরে সূর্যমণি খাল এলাকায় সঞ্জয়ের সঙ্গীরা নৌকার এক মাথায় বসেছিলেন। জোয়ারের জলে নৌকা খাঁড়ির মধ্যে জঙ্গলের দিকে ঢুকে গিয়েছিল। সঙ্গীদের দাবি, তখনই বাঘ তুলে নিয়ে যায় সঞ্জয়কে। বন দফতরের বিট অফিস ও ঝড়খালি কোস্টাল থানায় জানিয়েছেন নিখোঁজ মৎস্যজীবীর পরিবারের সদস্যরা।

First published: August 23, 2019, 3:32 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर