#শিলদা: বৃহন্নলার অত্যাচারে মৃত্যু হল এক শিশুর। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের শিলদায় ৷ সেখানকার বাসিন্দা চন্দন খিলারের জমজ ছেলের জন্ম হয় ৪ ডিসেম্বর। হৃদযন্ত্রের সমস্যায় একটি শিশু ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি ছিল। ২০ দিন আগে সুস্থ হয়ে বাড়ি ফেরে।
আজ, শুক্রবার সকালে তিন জন বৃহন্নলা এসে দশ হাজার টাকা দাবি করে। অসুস্থ বাচ্চাকে দিতে না চাইলেও একরকম জোর করেই দুটো বাচ্চাকে নিয়ে তারা নাচতে শুরু করে বলে অভিযোগ।
এর পরেই অসুস্থ সুমনের শ্বাসকষ্ট শুরু হয়। হাসপাতালে আনলে মৃত বলে ঘোষনা করে চিকিৎসকরা। অভিযুক্ত বৃহন্নলাদের আটক করেছে বিনপুর থানার পুলিশ। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Child death, Transgender