অর্পণ চক্রবর্তী, দুর্গাপুর: ফের দুর্গাপুরের ফুলঝোড় উপসংশোধনাগার থেকে তিন বিচারাধীন বন্দী পলাতক। সূত্রের খবর, রবিবার তিন বন্দী সংশোধনাগারের পাঁচিল টপকে পালিয়ে যায়। বিকেল নাগাদ ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় সংশোধনাগারে৷
পলাতক বন্দীদের একজন ভুবন নিয়োগী। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার রামনগরে। অন্ডাল থানায় ডাকাতির মামলা রয়েছে ভুবনের বিরুদ্ধে। মহম্মদ শাহাবুদ্দিনের বাড়ি জামুড়িয়ার শ্রীপুর মোড়ে। শাহাবুদ্দিনের বিরুদ্ধে কুলটি থানা-সহ দেওঘরে মধুপুর রেল পুলিশে ডাকাতির মামলা আছে। নেপাল মৃধার বাড়ি ঝাড়খন্ডের জামতাড়া এলাকায়। পান্ডবেশ্বর থানায় নেপালের বিরুদ্ধে খুনের মামলা রয়েছে।
আরও পড়ুন- গোয়াতে বেআইনি বার চালান স্মৃতি ইরানির কন্যা! কংগ্রেসের অভিযোগে ক্ষুব্ধ মন্ত্রী
ডিআইজি -সহ অনান্য পুলিশ আধিকারিকেরা তদন্ত শুরু করেছেন। পলাতক তিন বন্দীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷ এখনও পর্যন্ত হদিশ পাওয়া যায় নি। গত সাত বছর আগে একবার তিনজন বিচারাধীন বন্দী গেটের রক্ষীদের মাদক মেশানো খাবার খাইয়ে পালিয়ে গিয়েছিল।নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Durgapur