corona virus btn
corona virus btn
Loading

একই পরীক্ষা কেন্দ্রে বসে মাধ্যমিক দিচ্ছেন মা, মেয়ে, নাতনি

একই পরীক্ষা কেন্দ্রে বসে মাধ্যমিক দিচ্ছেন মা, মেয়ে, নাতনি
photo: Representational Image

নদিয়ার একই পরিবারের তিন প্রজন্মের হাই মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পড়ল মুর্শিদাবাদে।

  • Share this:

#রেজিনগর: শিক্ষার যে সত্যিই কোনও বয়স নেই তার অন্যতম নজির রাখল এবছরের মাধ্যমিক পরীক্ষা৷ নদিয়ার একই পরিবারের তিন প্রজন্মের হাই মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পড়ল মুর্শিদাবাদে। মা, মেয়ে ও নাতনি একই সঙ্গে দিচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এই পরিবারের  তিন প্রজন্মের মাধ্যমিক পরীক্ষা যেন এলাকার নতুন অভিজ্ঞতা। নদিয়া জেলার পলাশি থানার জানকিনগর হাই মাদ্রাসার ছাত্রী মা সাবিনা ইয়াসমিন,  মেয়ে সাহানাজ খাতুন, ও নাতনি মাসনুহার খাতুন-এর পরীক্ষা কেন্দ্র মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানার তকিপুর হাই মাদ্রাসা। মা সাবিনা ইয়াসমিন মুর্শিদাবাদ জেলার পলসন্ডা বারুইপুর হাইস্কুলে পড়াশোনা করতেন। বাল্য বয়সে বিয়ে হয়ে যাওয়ায় মাঝপথে পড়া ছাড়তে হয় তাকে। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে শশুড়বাড়িতে এসে আর নতুন করে পড়াশোনা হয়ে ওঠেনি তার। বর্তমানে পরিবারে দিনমজুর স্বামী এবং এক ছেলে ও এক মেয়ের সঙ্গে  বসবাস তার। ছেলে এখন কলেজে৷ বিভিন্ন কাজ করতে গিয়ে মাধ্যমিক যোগ্যতা না থাকায় বেগ পেতে হয় মা সাবিনা ইয়াসমিনকে। নিজেই জেদ ধরে বসেন যে মেয়ে সাহানাজ খাতুন ও ভাসুরের নাতনি মাসনুহার খাতুনের সঙ্গে হাই মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষা বসবেন তিনি৷ যোগাযোগ করেন পার্শ্ববর্তী এলাকার পলাশি জানকিনগর হাই মাদ্রাসার একজন শিক্ষকের সঙ্গে। তারই সহযোগিতায় মেয়ে ও নাতনির সঙ্গে নবম শ্রেণিতে ভর্তি হন তিনি।

First published: February 14, 2019, 8:34 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर