• Home
  • »
  • News
  • »
  • south-bengal
  • »
  • নজর কাড়ল পটাশপুর, রুপোর সরস্বতী ঘিরে উত্তেজনা তুঙ্গে

নজর কাড়ল পটাশপুর, রুপোর সরস্বতী ঘিরে উত্তেজনা তুঙ্গে

সরস্বতী প্রতিমা গড়ে তোলা হয়েছে ২৭ কেজি রূপো দিয়ে

সরস্বতী প্রতিমা গড়ে তোলা হয়েছে ২৭ কেজি রূপো দিয়ে

সরস্বতী প্রতিমা গড়ে তোলা হয়েছে ২৭ কেজি রুপো দিয়ে

  • Share this:

#পটাশপুর: পঁচেটগড়ের বড় বাজেটের সরস্বতী পুজোর মন্ডপ আর প্রতিমা হার মানাবে বড় দুর্গাপূজার আয়োজনকে। ২৭ কেজি রুপো দিয়ে তৈরি প্রতিমা, বৃদ্ধাশ্রমের আদলে বিরাট বড় মন্ডপ, প্রায় ২০ লক্ষ টাকা বাজেটের এই পুজো। পটাশপুরের পঁচেট ডি লাইট ক্লাবের এবারের পুজো ১৪ বছরে পা রাখলো। জেলার সবথেকে বড় বাজেটের এই পুজোর এবারের থিম বৃদ্ধাশ্রম! এগরা, কাঁথি থেকে খেজুরি, ভগবানপুর। পুর্ব মেদিনীপুরের বিরাট অঞ্চলের মানুষজনের কাছে পঁচেটগড়ের সরস্বতী পুজো বাড়তি আকর্ষণ বহন করে আসছে। যে পুজোর মন্ডপে সব বয়সের মানুষজন ভীড় জমান। তার একটাই কারণ, পুজোর আয়োজনে অন্য ভাবনা আর বিগ বাজেট! সকাল থেকে বৃষ্টি হলেও পঁচেটগড়ের এই সরস্বতী পুজো মন্ডপে উৎসাহের কোন খামতি দেখা যাচ্ছেনা। এখানকার মুল আকর্ষণ রূপোর প্রতিমা। সরস্বতী প্রতিমা গড়ে তোলা হয়েছে ২৭ কেজি রুপো দিয়ে। গত তিনমাস ধরে ২৭ জন শিল্পী ও কারিগর এই ভিন্ন ধরনের প্রতিমাটি তৈরি করেছেন। যা দেখতে পুজোর একদিন আগে থেকেই মন্ডপে ভীড় জমাচ্ছেন দর্শনার্থীরা। এক কথায়, ভিন্ন রকম এই থিম মন্ডপে ভিন্ন ধরনের প্রতিমাকে ঘিরে উৎসাহ বাড়ছে ব্যাপক ভাবেই। উঠে যাচ্ছে যৌথ পরিবার। কমছে পারিবারিক সম্পর্কের বাঁধন। বাড়ছে পরিবারের বয়স্ক সদস্যদের বৃদ্ধাশ্রমে রেখে আসার সংখ্যা। সেসব কথা মাথায় রেখেই পটাশপুরের পঁচেটগড়ের একদল যুবক, থিম হিসেবে তাদের সরস্বতী পুজো মন্ডপ বানিয়েছেন বৃদ্ধাশ্রমের আদলেই।

Sujit Bhowmik
Published by:Ananya Chakraborty
First published: