Uttam Paul
#ইসলামপুর: শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেও উত্তর দিনাজপুর জেলায় দলের কোনও ক্ষতি হবে না। আজ , মঙ্গলবার ইসলামপুরে এ কথা জানালেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।
২০১১ সালে এ রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরই শুভেন্দু অধিকারীকে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল। উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের শক্ত ঘাঁটি হওয়া সত্ত্বেও কংগ্রেসের হাত থেকে জেলার সমস্ত পৌরসভা, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ দখলে নিয়েছিল তৃণমূল। জেলার একাধিক বিধায়ককে তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়েছিলেন শুভেন্দু। উত্তর দিনাজপুর জেলা শুভেন্দু অধিকারীর কাছে তাই পরিচিত।
দীর্ঘদিন দায়িত্বে থাকার কারণে জেলার বুথস্তর থেকে জেলাস্তরের নেতাদের তিনি নাম ধরে চেনেন। তাই শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলে উত্তর দিনাজপুর জেলায় দলের ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন দলের নীচুতলার নেতা কর্মীরা। উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানান, শুভেন্দু দল ছাড়লেও উত্তর দিনাজপুর জেলায় তৃণমূলের কোনও ক্ষতি হবে না। এতদিন শুভেন্দু অনুগামী বলে যাঁরা পোষ্টার লাগিয়েছিলেন, এখন শুভেন্দুবাবুর পোষ্টার বিজেপির সমর্থকরা লাগাবেন।