#বারাসত: বিগ বাজেটের কালীপুজোর জন্য খ্যাত বারাসত। এবার বড় কোনও কালী পুজো হবে না। আজ বিগ বাজেটের পুজো কমিটি ও ক্লাব গুলিকে নিয়ে বারাসত পৌরসভা ও পুলিশ প্রশাসনের বৈঠক হয় বারাসত থানায়। সেখানেই সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত নেয় বৈঠকে অংশগ্রহণকারী সংগঠকরা যে করোনার কারণে মানুষ সমস্যায় রয়েছে।তাই মানুষের পাশে দাঁড়াতে নম নম করে কালী পুজো করা হবে। এই বৈঠকে উপস্থিত ছিলেন বারাসত পৌরসভার প্রশাসক সুনীল মুখোপাধ্যায়।তিনি শহরের বেশ কয়েকটি কালীপূজার বিশেষ ভাবে জড়িয়ে থাকেন।এইদিন বারাসত পৌর সভার প্রশাসক সুনীল মুখোপাধ্যায় জানান করোনা পরবর্তীকালে দেশ ও রাজ্যের মানুষের আর্থসামাজিক পরিস্থিতি খারাপ।তাদের কথা মাথায় রেখে কালী পুজোতে কোনও রকম অতি আড়ম্বর না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কালীপুজোর খরচ থেকে বাঁচানো টাকা, খরচ করা হবে কর্মহীন ও ক্ষতিগ্রস্থ মানুষের জন্য। বারাসতের বড় বড় ক্লাবগুলো এই মহৎ উদ্যোগএ সামিল হচ্ছে বলে আজকের বৈঠকে দাবি করেন সুনীল মুখোপাধ্যায়। তিনি জানান, আমরা পৌরসভা ও প্রশাসনের তরফ থেকে তাদের সাধুবাদ জানাই বিগ বাজেটের পুজো কমিটিগুলিকে। বারাসত পৌরসভার প্রশাসক সুনীল মুখোপাধ্যায় বলেন পুজো কমিটি গুলো এবার বড় প্যান্ডেল না বানিয়ে সেই টাকায় গরীব মানুষদের নতুন জামা কাপড় ও খাদ্য সামগ্রী বিতরণ করবে। এলাকা ভিত্তিক ভাবে এই কাজ করবে স্থানীয় ক্লাবগুলো। বারাসতের কালী পুজোর প্যান্ডেল,প্রতিমা ও আলোকসজ্জার অভিনবত্ব এবং ঐতিহ্য সর্বজন জ্ঞাত। ফলে শুধু এই জেলা নয় অন্য জেলা রাজ্য এমনকি বাংলাদেশ নেপাল থেকে দর্শকরা আসেন কালী পুজোর প্যান্ডেল দেখতে বারাসতে। করোনা সংক্রমণের প্রতিরোধে এবার সেই লক্ষ লক্ষ মানুষের ভিড় এড়াতে এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই সমস্ত পুজো মণ্ডপ গুলি উৎসব পালন করবে এমনটাই পরিকল্পনা হয়েছে। শুধু পুজো কমিটি নয় মানুষের স্বার্থে এগিয়ে আসতে হবে সাধারণ দর্শকদের। সুন্দরভাবে যাতে এই উৎসব পালন করা যায় বারাসত বাসীর কাছে সেই প্রার্থনা জানিয়েছেন তিনি। প্রসঙ্গত বারাসতের সব কয়টি বিগ বাজেটের কালীপূজার নিয়ন্ত্রক শাষক দলের নেতারা। তবে কালীপুজোকে কেন্দ্রকরে অর্থনৈতিক চাকা এবার ঘুরবে না। মানুষের পাশে থাকবে বারাসত। এবং বারাসতের কালীপুজো। মা আসবেন, তবে জাকজমক তেমন হবে না। করোনা পরিস্থিতিতে এই সিদ্ধান্ত সত্যিই প্রশংসার দাবি রাখে।
RAJARSHI ROY
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Barasat, Coronavirus, Kali Puja