• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • শান্তিপুরে তালা ভেঙে বাড়িতে চুরি, উধাও লক্ষাধিক টাকা ও গয়না

শান্তিপুরে তালা ভেঙে বাড়িতে চুরি, উধাও লক্ষাধিক টাকা ও গয়না

শান্তিপুরের ১১ নং ওয়ার্ডে বাড়িতে চুরি ৷ ফাঁকা বাড়িতে চলে অবাধে লুঠপাট ৷

শান্তিপুরের ১১ নং ওয়ার্ডে বাড়িতে চুরি ৷ ফাঁকা বাড়িতে চলে অবাধে লুঠপাট ৷

শান্তিপুরের ১১ নং ওয়ার্ডে বাড়িতে চুরি ৷ ফাঁকা বাড়িতে চলে অবাধে লুঠপাট ৷

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #শান্তিপুর: শান্তিপুরের ১১ নং ওয়ার্ডে বাড়িতে চুরি ৷ ফাঁকা বাড়িতে চলে অবাধে লুঠপাট ৷ তালা ভেঙে বাড়ির ভিতরে ঢুকে লুঠপাঠ চালায় দুষ্কৃতিরা ৷ নগদ টাকা, সোনার গয়না নিয়ে চম্পট দেয় ৷ জানা গিয়েছে, বাড়িটি এমদাদুল হক নামের শিশু শ্রমিক স্কুলের এক শিক্ষকের ৷ কয়েকদিনের ছুটি কাটাতে তিনি দীঘায় বেড়াতে গিয়েছিলেন ৷ বুধবার তিনি বাড়ি ফিরেছেন ৷ এরপর কোনও একটি কারণে বাড়ির বাইরে যান ৷ ফেরেন সেই রাত্রেবেলায় ৷ ততক্ষণ বাড়ি ফাঁকায় ছিল ৷ সেই সুযোগেই লুঠপাট চালায় দুষ্কতীরা বলে অনুমান ৷ বাড়ি ফিরতেই চক্ষু চড়ক গাছ এমদাদুলের ৷ বাড়ির গেটের তালা ভাঙা দেখেয় সন্দেহ হয় তার ৷ ছুটে ভিতরে ঢুকতেই দেখেন সমস্ত জিনিস লন্ডভন্ড হয়ে রয়েছে ৷ দু’টি আলমারির তালা ভাঙা হয়েছে ৷ সমস্ত জিনিস মাটিতে পড়ে রয়েছে ৷ এমদাদুল হক জানিয়েছেন তার আলমারিতে দুই লক্ষ টাকা ও ১৫ ভরির সোনার গয়না ছিল যা চুরি গিয়েছে ৷ ঘটনার অভিযোগ দায়ের করেছেন স্থানীয় থানায় ৷ পাড়াতে ওই মহরমের অনুষ্ঠান চলছিল ৷ পাড়ার লোকেরা সেখানে উপস্থিত ছিল ৷ সেই সুযোগেই দুষ্কৃতীরা লুঠপাট চালায় ৷ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি ৷

  First published: