#হলদিয়া: হলদিয়ায় চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে গনপিটুনি দেওয়া হল! মহিলার হার ছিনিয়ে নিয়ে পালাতে গেলে অভিযুক্তকে পাকড়াও করে স্থানীয় মানুষজন। হলদিয়ার চৈতন্যপুরের ঘটনা।
আজ সকালে মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন এক মহিলা। তাঁর গলার হার ছিনিয়ে যখন পালাতে যায় ওই যুবক, তখনই চিৎকার করেন আক্রান্ত মহিলা। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসেন, যুবককে ধরে তারা গাছে বাঁধে। উত্তেজিত জনতা তাকে মারধরও করে। ঘটনার খবর জানতে পেরে সুতাহাটা থানার পুলিশ এসে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে নিয়ে যায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।