corona virus btn
corona virus btn
Loading

বিদায়বেলায় চোখ বেয়ে নেমে এল জল, অবসরে আবেগপ্রবণ শিক্ষক কেঁদে ভাসালেন

বিদায়বেলায় চোখ বেয়ে নেমে এল জল, অবসরে আবেগপ্রবণ শিক্ষক কেঁদে ভাসালেন

অত্যন্ত আবেগপূর্ণ ও বিরলতম মুহূর্ত

  • Share this:

#বারাসত: ভাল শিক্ষক পড়িয়ে দেন, প্রতিভাবান শিক্ষক দেখিয়ে দেন আর মহান শিক্ষক শিখিয়ে দেন ৷ জীবনের প্রতিটি লড়াইয়ে জিততে এক বড় অনুপ্রেরণা যোগান শিক্ষক ৷ জীবনের প্রতিটি ক্ষেত্রেই পড়ুয়ার কাছে এক আত্মীয় তিনিই ৷ শিক্ষকে বলা ফ্রেন্ড, গাইড ও ফিলোজাফার ৷ তিনি ছাত্রের জীবনে লাঠি ৷

তিনি হাতে ধরে অ,আ, ক,খ শিক্ষিয়ে দেন ৷ জীবনের অর্থ, মনস্তত্ব, জীবনকে নতুন করে শুরু করার অনুপ্রেরণা দেন তিনিই ৷ কর্ম জীবনে প্রতিটি মুহূর্তেই তিনি মানুষ গড়ার কারিগর ৷ মানুষের মত মানুষ যাতে পড়ুয়ারা তৈরি হতে পারেন ৷

দীর্ঘ কর্ম জীবনে বহু চড়াই ও উৎরাইয়ের সাক্ষী হয়েছেন তিনি ৷ বিদায়বেলায় সেই শিক্ষকের চোখ ভেসে আসছে ৷ তিনি অবসর নেওয়ার সময় দুচোখ বেয়ে নেমে এসেছে জল ৷ আর নিয়মিত স্কুলে আসতে হবেনা, সেই স্কুলের দেওয়ার প্রতিটি ইঁটকাঠ, পাথরের জঞ্জাল, সেই ছোট ছোট মায়াবি মুখ, চেনা পরিবেশ, সহকর্মীদের নানান ঠাট্টা আর হয়ত কোনও ভাবেই আর তাঁর মন ছুঁয়ে যাবেনা ৷ এই সমস্ত কিছুকে বাদ নিয়েই এরপর থেকে সকাল সন্ধে হবে ৷ কান্নায় ভাসলেন ৷ দক্ষিণ বারাসত এসএ হাইস্কুলের ইতিহাসের শিক্ষক শ্রী যোগেশ্বর ভট্টাচার্য মহাশয় অবসর গ্রহণ করলেন ৷ সেই মুহূর্তেই আবেগপ্রবণ হয়েছেন তিনি ৷

First published: September 9, 2019, 1:33 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर