corona virus btn
corona virus btn
Loading

চা-পাউরুটি-ঘুঘনি-কলা ও ডিম সেদ্ধ মাত্র ২০ টাকার বিনিময়ে ! চিনে নিন দোকানটি

চা-পাউরুটি-ঘুঘনি-কলা ও ডিম সেদ্ধ মাত্র ২০ টাকার বিনিময়ে ! চিনে নিন দোকানটি

একই সঙ্গে সেরে ফেলা যাবে যাচাই পর্বটিও

  • Share this:

#কৃষ্ণনগর: যেকোনও পাঁচ প্রকার খাবারের দাম মাত্র ২০ টাকা ৷ না এটি কোনও গল্প বা কাব্য নয় ৷ এমনই এক দোকান কৃষ্ণনগরের ষষ্ঠীতলার, দোকানের নাম নতুন চায়ের দোকান ৷ একবার জেনে নেওয়া যাক কী কী খাবার প্রধানত পাওয়া যায় চা, পাউরুটি, ঘুঘনি, কলা ও ডিম সেদ্ধ ৷ বিক্রেতা অত্যন্ত এক সাধাসিধে এক মানুষ ৷ অনন্ত এমনটাই জানা গিয়েছে ৷

তিনি সুরজিৎ দাস নামে এক ব্যক্তিকে অনুরোধ করেছেন তাঁর দোকানের ছবি ইন্টারনেটে আপলোড করতে ৷ তাহলে সবাই জানতে পারবেন ও চিনতে পারবেন তাঁর দোকান অতি সহজেই ৷ পথ চলতি মানুষের কাছে যদি পথের ক্লান্তির মাঝে ২০ টাকায় এমন টিফিন পাওয়া যায় তাহলে পরের দিকের বাকি কাজগুলি সারতে বিশেষ শক্তি যোগাবে ৷

ছবি সৌজন্যে ফেসবুক ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷

এই ছবির তথ্য ও তথ্য সোশ্যাল মিডিয়ায় থেকে সংগৃহীত ৷ একবার ঘুরেই আসা যেতে পারে ৷ খেয়ে দেখা যেতে পারে এই মানুষটির দোকানের খাবার ৷ তবে অবশ্য যদি মন চায়, যদি প্রাণ চায় তবেই ৷ একই সঙ্গে সেরে ফেলা যাবে যাচাই পর্বটিও ৷

First published: October 26, 2019, 5:56 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर