• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • পুজো আসে পুজো যায় কিন্তু পটুয়াপাড়ায় দক্ষ মৃৎশিল্পীদের সমস্যা মেটেনা

পুজো আসে পুজো যায় কিন্তু পটুয়াপাড়ায় দক্ষ মৃৎশিল্পীদের সমস্যা মেটেনা

Representative Image

Representative Image

 • Share this:

  #উলুবেড়িয়া: পুজো আসে পুজো যায়। কিন্তু ওঁদের অবস্থার কোনও উন্নতি হয় না। দক্ষ কারিগরের অভাব থেকে প্রতিমার উপযুক্ত দাম না মেলা, হাজারও সমস্যায় জর্জড়িত উলুবেড়িয়ার পটুয়াপাড়া। সরকারি সাহায্যের আশায় মৃৎশিল্পীরা।

  পুজো আসছে। অন্যান্য বারের মতো এবারও হাওড়ার উলুবেড়িয়া পটুয়াপাড়ায় ব্যস্ততা তুঙ্গে।

  তবে ব্যস্ততার মধ্যেও রয়েছে হাজারও বিড়ম্বনা। একদিকে যেমন দক্ষ কারিগরের অভাব, অন্যদিকে তেমন সরকারি সাহায্য না মেলার অভিযোগ। সব মিলিয়ে নানা সমস্যায় জর্জড়িত উলুবেড়িয়া পটুয়াপাড়ার মৃৎশিল্পীরা।

  মৃৎ শিল্পীদের দাবি, অন্যান্য বারের তুলনায় এবার প্রতিমা তৈরির সরঞ্জামের দাম বেশ চড়া। যদিও কাঁচামালের দাম বাড়লেও প্রতিমার জন্য বেশি দাম দিতে রাজি নন পুজো উদ্যোক্তারা।

  মৃৎ শিল্পীরা বলছেন, অবিলম্বে সরকারি সাহায্য না পেলে এই পেশা চালিয়ে চাওয়া কার্যত অসম্ভব। এত প্রতিকূলতার জেরে নতুন প্রজন্মের কেউই আর এই পেশায় আসতে চাইছেন না বলে আক্ষেপ মৃৎ শিল্পীদের।

  First published: