হোম /খবর /দক্ষিণবঙ্গ /
সাবধান! মদ্যপান করে নৌকোয় উঠলে কড়া ব্যবস্থা নেবে পুলিশ... সিদ্ধান্ত বৈঠকে

সাবধান! মদ্যপান করে নৌকোয় উঠলে কড়া ব্যবস্থা নেবে পুলিশ... সিদ্ধান্ত বৈঠকে

Purbasthali || বৈঠকে ঠিক হয়, দুর্ঘটনা ঘটলে উদ্ধারের জন্য এখন থেকে চুপি পাখিরালয়ের জলাশয়ে থাকবে একটি স্পিড বোট। দুর্ঘটনার খবর পাওয়া মাত্র সেই স্পিড বোট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করবে।

  • Share this:

#পূর্ব বর্ধমান: মদ্যপান করে নৌকোয় উঠতে পারবেন না পর্যটকরা, পূর্ব বর্ধমানের চুপিচরে নৌবিহারের ক্ষেত্রে এমনই সিদ্ধান্ত নিল প্রশাসন। এছাড়াও দুর্ঘটনা এড়াতে বেশ কিছু পদক্ষেপ করা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। কয়েকদিন আগেই চুপির ছাড়ি গঙ্গায় নৌকাডুবিতে দুই পর্যটকের মৃত্যুর ঘটনা ঘটে। তারই জেরে এইসব সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

পূর্বস্থলীর চুপিচরে শীতে হাজার হাজার পরিযায়ী পাখি ভিড় করে। গরম পড়ার সঙ্গে সঙ্গে তারা আবার ফিরে গেলেও বেশ কিছু পাখি থেকেও যায়। সেই পাখির টানেই বছরের অন্যান্য সময়ও চুপিরচরে পর্যটকদের কমবেশি আনাগোনা থাকে। অনেকেই নৌকোয় পাখি দেখতে যান। সেই পর্যটকদের নৌকো করে ঘুরিয়ে জীবিকা নির্বাহ করেন বহু মাঝি। প্রশাসনের নির্দেশ তাঁরা মেনে চলবেন বলে  জানিয়েছেন।

আরও পড়ুন- ডিভোর্স ঠেকাতে গিয়ে মৃত্যু! আদালতেই স্ত্রীর গলা কেটে নৃশংস খুন স্বামীর

আরও পড়ুন- "শুধু তেরঙ্গা লাগালেই আপনি দেশপ্রেমিক হয়ে যাবেন না," বিজেপিকে আক্রমণ উদ্ধবের!

পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে শনিবার পূর্বস্থলী থানায় একটি বৈঠক হয়। সেই বৈঠকে পুলিশ প্রশাসনের আধিকারিকেরা ছাড়াও চুপিচরে কর্মরত মাঝিদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এতদিন ছাড়ি গঙ্গায় তিনটি ঘাট থেকে নৌকো ছাড়া হত। বৈঠকে ঠিক হয়েছে তিনটির বদলে একটি ঘাট থেকে নৌকো ছাড়বে। এক একটি নৌকা কমপক্ষে ১৪ হাত লম্বা হতে হবে। সর্বাধিক চারজনের বেশি পর্যটক সেই নৌকায় তোলা যাবে না। ২০ হাত লম্বা নৌকায় তোলা যাবে সর্বাধিক আট জন। নৌকার মাঝিদের বয়স ৬০ বছর বা তার নীচে হতে হবে। এখানেই সিদ্ধান্ত হয়েছে, মদ্যপান করে কেউ নৌকায় উঠতে পারবেন না। সেই নির্দেশ অমান্য করলে কড়া ব্যবস্থা নেবে পুলিশ।

বৈঠকে ঠিক হয়, দুর্ঘটনা ঘটলে উদ্ধারের জন্য এখন থেকে চুপি পাখিরালয়ের জলাশয়ে থাকবে একটি স্পিড বোট। দুর্ঘটনার খবর পাওয়া মাত্র সেই স্পিড বোট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করবে। এছাড়াও প্রতি নৌকায় নতুন লাইফ জ্যাকেট দেওয়া হবে। পর্যটকদের সেই জ্যাকেট ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। এছাড়াও নৌকা চলাচলের সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সন্ধ্যার পর আর নৌকাবিহার হবে না বলে ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Published by:Rachana Majumder
First published:

Tags: Burdwan, Purbasthali