#দুর্গাপুর: দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ থেকে সরানো হলো শিশির অধিকারীকে৷ শুভেন্দু অধিকারীর বিজেপি যোগদানের পর কড়া হচ্ছিল তৃণমূল৷ এর আগে কাঁথি পরিষদ থেকে সৌমেন্দু অধিকারীকে সরানো হয়েছিল তাঁর বরাদ্দ পদ থেকে৷ এবার ডিএসডিএ থেকে সরিয়ে দেওয়া হল বর্ষীয়ান শিশির অধিকারীকে৷ নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন অখিল গিরি৷
অখিল গিরি-র দাবি শেষ কয়েক মাস ধরে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পরিষদের কোনও কাজ করছিলেন না তিনি৷ আসতেন না কোনও বৈঠকেও৷ তাই এই পদক্ষেপ। তাঁর দাবি, এখানে কোনও পরিবারের ওপর ব্যক্তিগত আক্রোশ থেকে এই পদক্ষেপ নয়৷ শিশির অধিকারীকে যাঁরা সরিয়েছেন তাঁরাই আগামী তিন মাসের পর সরে যাবেন। প্রতিক্রিয়ায় বললেন শুভেন্দু। মঙ্গলবার বিকেলে দুর্গাপুরের প্রান্তিকা মোড়ে বিজেপির সভা মঞ্চ থেকে নিজের পুরনো দলের বিরুদ্ধে সুর চড়িয়ে আত্মবিশ্বাসের সঙ্গে শুভেন্দু অধিকারী বলেন , পরিবর্তনের পরিবর্তন এখন শুধুই সময়ের অপেক্ষা। আগামী একুশের নির্বাচনে বিজেপি দুশোর বেশি আসন পাবে। নিজের বক্তব্যে এদিন সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী বাম এবং কংগ্রেসের কাছে আবেদন করে বলেন, 'আসন্ন বিধানসভা ভোটে তারা যেন এবার বিজেপিকে ভোট দেন। একটি ভোটও যেন নষ্ট না করেন'। শুভেন্দুর এই আবেদনকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতোর। পাশাপাশি সভা শেষ করে দুর্গাপুরে রোড শো শুরু করার আগে শিশির অধিকারীকে দিঘা -শঙ্করপুর উন্নয়ন পর্ষদ থেকে অপসারণ প্রসঙ্গে নিউজ এইট্টিন বাংলার প্রতিনিধির প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন,' যাঁরা তাঁকে সরিয়েছেন তাঁরাই তিন মাসের মধ্যে সরে যাবেন'।
প্রসঙ্গত প্রান্তিকা মোড় থেকে শুরু হওয়া এদিনের রোড শোতে শুভেন্দু অধিকারী ছাড়াও সুসজ্জিত ট্যাবলোতে হাজির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়, সাংসদ অর্জুন সিং , সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া, সাংসদ সুনীল মণ্ডল , সাংসদ সুভাষ সরকার সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব । ভিড়িঙ্গি মোড় পর্যন্ত হওয়া এই রোড শোতে বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের উৎসাহও ছিল নজরকাড়া ।
VENKATESWAR LAHIRI