হোম /খবর /দক্ষিণবঙ্গ /
আমাদের যুবরা চোখ তুলে তাকালে বিরোধীরা রাস্তায় নামতে পারবে না, বললেন মন্ত্রী

Bardhaman News: "আমাদের যুবরা চোখ তুলে তাকালে বিরোধীরা রাস্তায় নামতে পারবে না", বর্ধমানে হুঁশিয়ারি মন্ত্রীর

মন্ত্রী স্বপন দেবনাথ

মন্ত্রী স্বপন দেবনাথ

Bardhaman News: তিনি বলেন, শুধু পশ্চিমবাংলায় নয়, সারা দেশ জুড়ে ইডি আর সিবিআই বিভিন্ন জায়গায় বিজেপির শাখা সংগঠন হিসেবে কাজ করছে বিরোধীদের দমন করতে।

  • Share this:

বর্ধমান:  আমাদের শুধু যুবরা চোখে চোখ রেখে কথা বললে সিপিএম বিজেপি রাস্তায় নামার সাহস পাবে না - বর্ধমানে বললেন মন্ত্রী স্বপন দেবনাথ। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে শহিদ মিনারে অভিষেক বন্দোপাধ্যায়ের সভার প্রস্তুতি সভায় বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে এই মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।

তিনি বলেন, শুধু পশ্চিমবাংলায় নয়, সারা দেশ জুড়ে ইডি আর সিবিআই বিভিন্ন জায়গায় বিজেপির শাখা সংগঠন হিসেবে কাজ করছে বিরোধীদের দমন করতে। দলের যুব নেতৃত্বের উদ্দেশ্যে বলেন, পঞ্চায়েতে দাঁড়ানোর স্বপ্ন এখন না দেখাই ভাল, কেউ বলছেন প্রধান হব কেউ বলছেন সভাপতি হব, সময় হলে নিশ্চয়ই অভিষেকবাবু ভাববেন। দলটা আগে করুন। এরপরই তিনি বলেন, যুবরা বিরোধী দলের চোখে চোখ রেখে তাকায় তাহলে তাঁরা রাস্তায় নামার সাহস করবে না।

আরও পড়ুন: রাস্তার ধারে গাছগুলিতে কেন করা হয় সাদা রং? ৯০% মানুষই জানেন না আসল কারণ! আপনি জানেন?

মন্ত্রী বলেন , ‘‘কংগ্রেস, সিপিআইএম বিজেপি একসঙ্গে সুর মিলিয়েছে,গ্রামে দেখতে পাচ্ছেন না। ওরা কী করবে খবর পাচ্ছি,,খবর রাখি বলেই পাচ্ছি। এক এক জায়গায় বিজেপি দেবে প্রার্থী, আর এক এক জায়গায় সিপিএম দেবে প্রার্থী। পিছন থেকে বিজেপি নিজের জায়গায় প্রার্থী দেবে আর এরা ড্যামি প্রার্থী দিয়ে সমর্থন করবে। এটা পলিসি। এই পলিসি সম্পর্কে সজাগ থাকতে হবে।

যুব তৃণমূল কংগ্রেসের সভায় কার্যত এইভাবেই একই সঙ্গে বিজেপি, কংগ্রেস ও সিপিএমকে আক্রমণ করেন মন্ত্রী স্বপন দেবনাথ। এদিনের এই বৈঠকে জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস-সহ জেলা নেতারা উপস্থিত ছিলেন।

তাঁর বক্তব্যের পাল্টা দিয়েছে বিজেপিও।ধিক্কার জানিয়ে বিজেপির বর্ধমান জেলা কমিটির সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র জানান,বি নাশকালে বুদ্ধি নাশ হয়েছে ওঁর। আসলে ইডি সিবিআই-কে ভয় পাচ্ছে দুর্নীতিগ্রস্থ তৃণমূল।সংবিধানকে মান্যতা দেওয়া উচিত। তদন্তকারী সংস্থাকে এইভাবে আক্রমণ করা মন্ত্রীর শোভা পায় না।সাধারণ মানুষ চায় দুর্নীতিগ্রস্থ তৃণমূলকে বাংলা থেকে সরাতে। তৃণমূলের যুব সমাজকে বলছি দুর্নীতিগ্রস্থ তৃনমূল সরিয়ে নিজেদের ভবিষ্যত সুরক্ষিত করতে।

Published by:Uddalak B
First published:

Tags: Local news