#ইসলামপুর: লকডাউনের জেরে হাতে কাজ নেই। দিন আনি দিন খাই পরিবারের কি করে দিন কাটবে এই চিন্তায় যখন ঘুম উড়েছে, ঠিক সেই সময় তাদের পাশে হাজির পুলিশকর্তারা। পুলিশ মানে ভয় তা নয়। পরিবারের একজনের মতো তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন পুলিশকর্তারা।
লকডাউনে ঘর বন্দি দুঃস্থ পরিবারের পাশে দাঁড়াল ইসলামপুর থানার ওসি আব্দুস সালাম শেখ। লকডাউনের ২১ দিন কাউকে অনাহারে থাকতে না দেওয়ার সংকল্প নিলেন তিনি। শুক্রবার দুঃস্থ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ৪কেজি চাল, ৩কেজি আলু ডাল ৫০০ গ্রাম তেল, ৫০০গ্রাম তাদের হাতে দেন। এবং খাবার শেষ হয়ে গেলে পুনরায় তিনি খাবার দেবেন বলে জানান ওই পরিবারদের। ইসলামপুর পুলিশের এমন মানবিক মুখে খুশি এলাকাবাসী। এদিন প্রায় ১০০ জন পরিবারের হাতে খাবার সরঞ্জাম তুলে দেওয়া হয়। শুধু তাই নয় যে সমস্ত ভবঘুরেদের আশ্রয় বলতে গাছের তলা সেই সমস্ত ভবঘুরেদের খাবার ও তুলে দিলেন ইসলামপুর থানার ওসি। তাদের পাশে থাকার অঙ্গীকার করলেন।ওসি আব্দুস সালাম শেখ জানান, 'জেলা পুলিশ সুপারের নির্দেশ পেয়েই কাজ শুরু করে দিয়েছি। করোনার মোকাবেলা করতে লক ডাউন। এর ফলে অসুবিধায় পড়েছেন অনেক দূঃস্থ পরিবার। তাই আমরা প্রত্যেক পাড়ায় পাড়ায় গিয়ে প্রকৃত দুঃস্থ পরিবারের হাতে খাবারের সরঞ্জাম তুলে দিলাম।'
PRANAB KUMAR BANERJEE
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।