#হাওড়া: প্রিয় তিনমাস ধরে দেরিতে চলছিল লোকাল ট্রেন সেই সঙ্গে একটু করে ধৈর্যের বাঁধ ও ভাঙছিল ৷ অফিস কাছারি থেকে স্কুল-কলেজ, চিকিৎসা করানোর জন্য অথবা নিত্য প্রয়োজনীয় কাজে প্রতিদিনের দেরি ৷ সহ্যের বাঁধ ভাঙতে শুরু করে এরই ফলশ্রুতি হাওড়া স্টেশনে ভাঙচুর ও বিক্ষোভ যাত্রীদের ৷
ডাউন আরামাবাগ লোকালের যাত্রীরা হাওড়া স্টেশন ম্যানেজারের অফিস ভাঙচুর করেছেন, এমনকী রেল কর্মীদের মারধরের অভিযোগও উঠেছে ৷ তবে যাত্রীরা দাবি করেছেন দিনের পর দিন যাত্রীরা ভোগান্তিতে নাকাল হচ্ছেন কিন্তু রেল কর্তৃপক্ষের কোনও হুঁশ নেই তাতে ৷ তাঁরা এও দাবি করেছেন শুধুই আরামবাগ বিভাগে নয় প্রতিটি বিভাগেই ট্রেন চলাচল দেরিতে করাটাই যেন এক ফ্যাশান হয়ে দাঁড়িয়েছে ৷
দিনের পর দিন একই রকমের ঘটনায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাঁরা ৷ তবে কে বা কারা ভাঙচুরের সঙ্গে যুক্ত চিলেন তা ঠিক জানতে পারা যায়নি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arambag, Howrah, Howrah main section, Local Train