• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • ছাত্রীদের শারীরিক নির্যাতনের অভিযুক্ত প্রধান শিক্ষক আটক, শিক্ষককে ঘিরে বিক্ষোভ

ছাত্রীদের শারীরিক নির্যাতনের অভিযুক্ত প্রধান শিক্ষক আটক, শিক্ষককে ঘিরে বিক্ষোভ

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পুলিশ শিক্ষকে উদ্ধার করতে গেলে স্কুলে ভাঙচুর চালায় উত্তেজিত ছাত্রছাত্রীরা

 • Share this:

  #বীরভূম: ছাত্রীদের সঙ্গে শারীরিক নির্যাতনের অভিযোগে উত্তেজনা ছড়াল বীরভূমের নলহাটি থানার বানিওড় একে হাইস্কুলে । সকাল থেকে অভিযুক্ত প্রধান শিক্ষককে অফিস ঘরে আটক করে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। পড়ুয়াদের সঙ্গে আন্দোলনে যোগ দিয়েছেন অভিভাবকরাও। পুলিশ প্রধান শিক্ষকে উদ্ধার করতে গেলে স্কুলে ভাঙচুর চালায় ছাত্রছাত্রীরা।

  ঘটনাটি ঘটেছে, বীরভূমের নলহাটি থানার এ কে হাইস্কুলে। ওই স্কুলের প্রধান শিক্ষক আশিস কুমার মণ্ডল বেশ কিছু দিন থেকে স্কুলের বিভিন্ন ক্লাসের ছাত্রীদের সঙ্গে শারীরিক নির্যাতন চালাত বলে অভিযোগ। দিন দু'য়েক আগে স্কুলের এক সপ্তম শ্রেণির ছাত্রীর শারীরিক নির্যাতন করেছিলেন বলেই অভিযোগ। ওই ছাত্রী বিষয়টি বাড়িতে জানায়। এরপরেই এদিন স্কুলে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। উত্তেজনা চরমে উঠলে নলহাটি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।

  পুলিশ শিক্ষকে উদ্ধার করতে গেলে স্কুলে ভাঙচুর চালায় উত্তেজিত ছাত্রছাত্রীরা। স্কুলের কম্পিউটার ভেঙে দেওয়া হয়। ঘটনাস্থলে গিয়েছেন রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক। এরপরেই তালা ভেঙে প্রধান শিক্ষককে উদ্ধার করে আটক করে পুলিশ।

  First published: