#সিউড়ি: সিউড়িতে আলুর দাম খতিয়ে দেখতে সরকারি টিম। দাম বেশি. জানা গিয়েছে বর্ধমান, বাঁকুড়ার হিমঘর থেকেই আসছে এই আলু। আলুর দাম আগুন ছোঁয়া আজ বীরভূমে। আজ সকালে সিউড়ির বিভিন্ন সবজি আড়ত ও বাজারে হানা সদর মহকুমা শাসক রাজিব মণ্ডল এবং কৃষি দফতরের আধিকারিকদের। প্রথমে সিউড়ির নেতাজি মার্কেটে গিয়ে উপস্থিত হন তাঁরা। সেখানে তাঁরা আড়তদারদের কাছে আলুর পাইকেরি দাম জিজ্ঞেস করেন। পাশাপাশি তাঁরা বিলের কপিও দেখেন। সেখান থেকে তাঁরা যান সিউড়ি সাঁইথিয়া বাইপাস এলাকায় থাকা আনাজ বাজারে। সেখানে আলুর দাম সম্পর্কে খোঁজ খবর নেন তাঁরা।
বিভিন্ন জায়গায় আলুর দাম বিভিন্ন রকম। কোথাও ২৮ টাকা, কোথাও ৩০ টাকা আবার কোথাও ৩২ টাকা। তাতেই হতবাক হন জেলা প্রশাসনের কর্তারা। তারা জানতে পারেন বাঁকুড়া ও বর্ধমানের যে সমস্ত জায়গা থেকে এই আলু আসছে সেখান থেকেই বেশি দামে কিনে আনতে হচ্ছে ব্যাবসায়িদের ফলে লাভ রেখে আলু বিক্রি হচ্ছে। অন্যদিকে বীরভূমের কিছু কিছু হিমঘর থেকে যে আলু আসছে তারও দামের হেরফের রয়েছে। এরপরেই ওই আড়তদারের কাছে উপস্থিত হন প্রশাসনিক আধিকারিকরা কিন্তু ওই আড়তদার হিমঘরের কাগজ দেখানোর পরে তাঁরা অবাক হন। তাহলে দামের এত হেরফের কেন? আড়তদারদের একাংশ বলছেন, হিমঘরে আলুর দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিচ্ছে। প্রশাসন বলছে ঠিকই কিন্তু হিমঘর থেকে প্রশাসনের নির্ধারিত দরে আলু মিলছে না। মূলত হিমঘর থেকে সরাসরি আলু বিক্রি করা হয় না। মাঝে একশ্রণির মানুষ লাভ নেন। যার জন্য দামের এই হেরফের। তবে বাঁকুড়া ও বর্ধমান জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ব্যাপারটি জানাবে বীরভূম জেলা প্রশাসন। পাশাপাশি বীরভূমের কয়েকটি হিমঘরের বিরুদ্ধেও ব্যাবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
SUPRATIM DAS
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Price of potatoes, Suri