Home /News /south-bengal /
মাথায় ফুটবল নিয়ে দু'হাত ছেড়ে দুর্বার গতিতে সাইকেল চালিয়ে সুপার ভাইরাল যুবক

মাথায় ফুটবল নিয়ে দু'হাত ছেড়ে দুর্বার গতিতে সাইকেল চালিয়ে সুপার ভাইরাল যুবক

গান গেয়ে বা নেচে নয়, এইবার ভাইরাল হয়েছে এক অনন্য কীর্তিতে

 • Share this:

  #বারাসত: দুর্দান্ত এক ভিডিও সবার মন জয় করেছে ৷ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া কাঁপিয়েছেও বলা যায় ৷ বারাসতের বাসিন্দা সরোজের অসাধারণ এক প্রয়াসে মুগ্ধ হয়েছে সবাই ৷ তাঁর এক ভিডিওতে দেখতে পাওয়া গিয়েছে দু'হাত ছেড়ে সাইকেল চালিয়ে যাচ্ছেন দুর্বার গতিতে শুধু এখানেই শেষ নয় মাথায় রয়েছে ফুটবল ৷

  এই আকর্ষণীয় ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় সব থেকে চর্চায় রয়েছেন ৷ হাত ছেড়ে সাইকেল চালানোর দক্ষতা কোনও নতুন দক্ষতা নয় ৷ এটি অনেক পুরনো বিষয় কিন্তুন সব থেকে মজার বিষয় যেটি হল সেটি তিনি মাথায় ফুটবল নিয়ে অত্যন্ত গতিতে সাইকেল চালাচ্ছেন ৷ সুপার গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ রাণু মণ্ডল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন অনেক মানুষই সে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে সোশাল মিডিয়া কাঁপিয়েছেন ৷

  যেমন ভাবে কেউ নাচ, তো কেউ গান, এছাড়াও নানান বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে নানান ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ৷ যেমন রানাঘাট স্টেশনে লতা মঙ্গেশকরের গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন তিনি ৷ এরপরেও নাচের ভিডিও সুপার গতিতে ভাইরাল হয়েছে ৷ তবে এই ভিডিও একটু আলাদা ৷ সবার ভাল লেগেছে তাই দুর্বার গতিতে ভাইরাল হয়েছে ভিডিওটি ৷

  Published by:Arjun Neogi
  First published:

  Tags: Barasat, Viral Video

  পরবর্তী খবর