#ক্যানিং: একশো দিনের কাজের মজুরি ছাড়াও 'কাজের বিনিময়ে খাদ্য' দেওয়া শুরু হল ক্যানিংয়ে'একশো দিনের কাজে' যুক্ত শ্রমিকদের কাজে উৎসাহ জোগাতে স্বল্প সময়ের মধ্যে মজুরি পাইয়ে দেওয়ার পাশাপাশি 'কাজের বিনিময়ের খাদ্য' (ফুড ফর ওয়ার্ক) কর্মসূচি নেওয়া হল। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-১ ব্লকের অধীন নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েত এই কর্মসূচি হাতে নিয়েছে। বৃহস্পতিবার থেকে চালু হয়েছে কর্মকান্ড। এদিন শ্রমিকদের কাজের শেষে গ্রাম পঞ্চায়েত প্রধান তাপসী সাঁফুই ১৬০ জন শ্রমিকদের হাতে তেল-মশলা-সহ অন্যান্য রান্নার খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন।
২০ মে 'আমফান' ঝড়ের তাণ্ডবে ক্যানিংয়ে মতলা নদীর বাঁধ ভেবে বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। সামনে পূর্ণিমার ভরা কোটাল। আবার অস্বাভাবিক নদীর জল স্ফিত হবে। আবার বাঁধ ভাঙার আশঙ্কা রয়েছে। তাই পঞ্চায়েতের উদ্যোগে স্থানীয় মানুষজন নদীর বাঁধ মেরামতির কাজ করছেন। এই শ্রমিকদেরই একশো দিনের কাজের পারিশ্রমিকের পাশাপাশি 'কাজের বিনিময়ে খাদ্য' দেওয়া হচ্ছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Canning, South Bengal