#কুলতলি: শাটার ভেঙে, তালা গলিয়ে পর পর তিনটি দোকানে দুঃসাহসিক চুরি করে পালাল দুষ্কৃতিরা। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগণার কুলতলি এলাকার ৷ প্রতিদিনের মতো আজ সকালেও দোকান খুলতে এসে হতবাক হয়ে যান কুলতলীর জ্বালাবেড়িয়া বাজারের ব্যবসায়ীরা । দেখা যায়, একটি সোনার দোকান, একটি মুদিখানার দোকান ও একটি পিঁয়াজের গুদামের শাটার ভাঙা ৷ অ্যাসিড দিয়ে গলিয়ে দেওয়া হয়েছে দোকানের তালাগুলিও ৷ সাত সকালে এই ঘটনা দেখে চক্ষুচড়কগাছ স্থানীয়দের ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়ায় জ্বালাবেড়িয়া বাজার চত্বরে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে কুলতলি থানার পুলিশ।
আরও পড়ুন: সম্পর্কে টানাপোড়েনে জের ! ভিডিও চ্যাটেই আত্মঘাতী ছাত্রী
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গতকাল রাতে ঝড় বৃষ্টির সুযোগ নিয়ে এই ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতিরা ৷ সোনার দোকান থেকে সোনারুপোর গহনা-সহ নগদ মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে ডাকাতদল ৷ মুদির দোকান থেকে গায়েব ১ লক্ষ টাকা ৷ অন্যদিকে, পিঁয়াজের গুদাম থেকে ৪৫ হাজার মতো নগদ নিয়ে চম্পট দিয়েছে বলে জানান ব্যবসায়ীরা । অন্যদিকে ব্যবসায়ীরা জানান, প্রতিদিন এই বাজারে প্রায় ছয়জনের মতো সিভিক ভলেন্টিয়ার নৈশ পাহারা দেয়, তা সত্ত্বেও এই ঘটনা কি ভাবে ঘটল তা বুঝে উঠতে পারছেন না তাঁরা । পুলিশ স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।