ঝাড়গ্রাম: জেলা জুড়ে এই সময় চলছে আদিবাসীদের শিকার উৎসব। বনদফতরের প্রচার থাকা সত্ত্বেও আদিবাসীর সংস্কৃতির অন্যতম এই শিকার উৎসব চলছে এবং তাদের নিয়ম মত মানুষ যোগও দিচ্ছে এই শিকারে। আর এরই মধ্যে এক আদিবাসী কিশোর তিরবিদ্ধ হওয়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও পরিবারের দাবি ওই কিশোর নিজের বাড়িতে তির নিয়ে ছোটাছুটি করার সময় অসাবধানতাবশত তিরের উপর পড়ে গিয়ে তিরবিদ্ধ হয় । এই ঘটনা জামবনি থানার সতিঘাট গ্রামের। এদিন শুক্রবার সকালে শরীরে তিরবিদ্ধ অবস্থায় জখম ওই কিশোরকে নিয়ে আসা হয়েছিল ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে।
সেখানে সার্জেন সুব্রত হাজরার নেতৃত্বে প্রায় আড়াই ঘন্টা ধরে অপারেশন চলার পর তির বার করতে সফল হয়। বর্তমানে ওই কিশোরকে হাসপাতালের সিসিইউতে রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে বর্তমানে ওই কিশোরের শারীরিক অবস্থা স্থিতিশীল। এই ঘটনা ঘটেছে এদিন শুক্রবার। জামবানি ব্লকের চিল্কিগড় অঞ্চলের সতিঘাট গ্রামের বাসিন্দা বছর পনেরো সনাতন মান্ডি এদিন সকালে বাড়িতে অসাবধানতাবশত তিরবিদ্ধ হয়।
পরিবার সূত্রে জানা গিয়েছে এদিন সকালে সনাতন নিজের বাড়িতে তিরটি নিয়ে ঘোরাফেরা করছিল।হাত থেকে সেটি পড়ে যায়। আর কোনভাবে সে তিরটির উপরে পড়ে গেলে তিরটি বাদিকে তলপেটে ঢুকে যায়।ওই তিরবিদ্ধ অবস্থাতেই তাকে দ্রুত ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে প্রায় সাড়ে চার ফুট লম্বা ওই তিরটি তলপেটে ঢুকে এফোর ওফোড় না হলেও খাদ্যনালীর দুটি অংশে আঘাত করেছে এবং পিঠের দিকে পাজরেও আঘাত করছে। প্রায় আড়াই ঘন্টা ধরে আপারেশ চলে।
আরও পড়ুন: South Dinajpur News : বর্ষাকালে বন্ধ থাকে সব শুভ কাজ! এই গ্রামের হাজার হাজার মানুষ বিপদে! জানুন
অপরেশনের সময় ওই তিরটিকে দুজনকে ধরে রাখতে হয়েছিল। সার্জেন সুব্রত হাজরা বলেন \" আপারেশনের পর তিরটি বার করা হয়েছে। সিসিইউতে রাখা হয়েছে ছেলেটিকে। বর্তমানে অবস্থা স্থিতিশীল। \"আহত কিশোরের মামা মানিক হাঁসদা বলেন \" বাড়িতে তির নিয়ে ছোটাছুটি করার সময় হাতে থেকে পড়ে গিয়ে এই দূর্ঘটনা ঘটছে। \"
রাজু সিং
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jhargram news