হোম /খবর /দক্ষিণবঙ্গ /
কলকাতা ফেরার পথে দুর্ঘটনার কবলে লাক্সারি বাস, মৃত ২

কলকাতা ফেরার পথে দুর্ঘটনার কবলে লাক্সারি বাস, মৃত ২

দুর্ঘটনাগ্রস্থ বাস

দুর্ঘটনাগ্রস্থ বাস

Luxury bus accident: রাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু দুজনের।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

    বেলদা: হঠাৎ জোর শব্দ। দুমড়ে মুচড়ে গেল লাক্সারি বাস। রাত তখন প্রায় তিনটে। মাল বোঝাই লরির পিছনে ধাক্কা দূরপাল্লার একটি লাক্সারি বাসের। মর্মান্তিক এই পথ দুর্ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থানার কলাবনি ৬০ নং জাতীয় সড়কের উপর।

    পুলিশ সূত্রে খবর, ভুবনেশ্বর থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল যাত্রী বোঝাই লাক্সারি বাসটি। হঠাৎই কলাবনি এলাকায় একটি গাড়ির পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বাসটি।

    আরও পড়ুন- হাতির তাণ্ডবে অতিষ্ট গ্রামবাসীরা, আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার সকলে

    বাসের মধ্যে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হন। দ্রুত তাদের ভর্তি করা হয় বেলদা গ্রামীণ হাসপাতালে। আহত একজন মহিলাকে স্থানান্তরিত করা হয়েছিল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।

    বেলদা হাসপাতালে চিকিৎসা চলাকালীন বাসের কন্ডাক্টরের মৃত্যু হয়। মৃত্যু হয় বাস যাত্রী বিদিশা চট্টোপাধ্যায়, বয়স ৬০। মৃত্যু হয় বাসের কন্ডাক্টর নয়ন নাগ (৩৪)। তাঁর বাড়ি মুর্শিদাবাদ জেলায়।

    পুলিশ সূত্রে খবর, ভুবনেশ্বরের দিক থেকে কলকাতার উদ্দেশ্যে যাওয়ার সময় দ্রুত গতিতে থাকার কারণে কোনোভাবে নিয়ন্ত্রণ হারায় বাসটি। ধাক্কা মারে মাল বোঝাই কোনও গাড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলদা ও কেশিয়াড়ি থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্থ গাড়ি থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

    আরও পড়ুন- শহরের কাছেই ঘুরে আসুন 'এই' অসাধারণ জায়গায়, মুগ্ধ হয়ে কেটে যাবে সপ্তাহান্ত

    অন্যদিকে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল বেশ কয়েকটি গরুর। ঘটনা বেলদা থানার গাজনা এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে মনে করা হচ্ছে রেলের তৃতীয় লাইনের কাজ চলবার জন্য প্রশস্ত রাস্তা দিয়ে ব্যবসায়িক উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল গরুগুলো।

    কোনওভাবে ট্রেন লাইনে চলে আসায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় বেশ কয়েকটি গরুর। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও রেল পুলিশ। কীভাবে ঘটনা ঘটল তার তদন্তে নেমেছে রেল পুলিশ।

    Ranjan Chanda

    First published:

    Tags: Bus Accident