হোম /খবর /দক্ষিণবঙ্গ /
জ্বলল আগুন, দোকান ভাঙচুর! শুভেন্দুর সভার আগে রণক্ষেত্র কুলপির হটুগঞ্জ

TMC BJP Clash: জ্বলল আগুন, দোকান ভাঙচুর! শুভেন্দুর সভার আগে রণক্ষেত্র কুলপির হটুগঞ্জ

হটুগঞ্জ বাজারে বাইকে আগুন৷

হটুগঞ্জ বাজারে বাইকে আগুন৷

শুভেন্দুর সভায় যাওয়ার পথে বিজেপি কর্মী, সমর্থকদের উপরে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে৷

  • Share this:

#আনিশ উদ্দিন মোল্লা, কুলপি: ডায়মন্ড হারবারে শুভেন্দু অধিকারীর সভাকে কেন্দ্র করে দক্ষিণ চব্বিশ পরগণার একাধিক জায়গায় চরম উত্তেজনা৷ রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় কুলপি বিধানসভা এলাকার হটুগঞ্জ বাজার এলাকা৷ সেখানেও শুভেন্দুর সভায় যাওয়ার পথে বিজেপি কর্মী, সমর্থকদের উপরে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে৷ বিজেপি কর্মী, সমর্থকদের মারধর করা হয় বলেও অভিযোগ৷

পাল্টা বিজেপি কর্মীরা প্রতিরোধ করলে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়৷ বিজেপি এবং তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়৷ একের পর এক দোকান ভাঙচুর করা হয়৷ আগুন ধরিয়ে দেওয়া হয় মোটরবাইকে৷ তৃণমূলের একটি দলীয় কার্যলয়েও ভাঙচুর করা হয়৷

খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল৷ পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা৷ অভিযোগ, পুলিশের সামনেই বিজেপি কর্মীদের উপরে হামলা চলে৷ দোকানও ভাঙচুর করা হয়৷ পাল্টা বিজেপি কর্মীদের বিরুদ্ধে বাড়ি বাড়ি গিয়ে ভাঙচুর, মারধরের অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা৷

আরও পড়ুন: অভিষেকের সভার মাইকে শান্তিকুঞ্জের শান্তিভঙ্গ? মিটার হাতে মাপছে পুলিশ

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এর পর এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন পাঠানো হয়৷ নামানো হয় র‍্যাফ৷ যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশ বাহিনীকে৷

আরও পড়ুন: অভিষেকের সভার আগেই ভগবানপুরে বিস্ফোরণে উড়ল তৃণমূল নেতার বাড়ি, মৃত ৩

আজই কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার পাল্টা তৃণমূল সাংসদের খাসতালুক ডায়মন্ড হারবারে সভা করবেন শুভেন্দু অধিকারী৷ বিজেপি-র অভিযোগ, এই সভায় আসার পথে দক্ষিণ চব্বিশ পরগণার বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী, সমর্থকদের বাধা দেওয়া হচ্ছে৷ কুলপিতেই বিজেপি কর্মী, সমর্থকদের বাস ভাঙচুর করা হয়৷ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে দক্ষিণ চব্বিশ পরগণার বিভিন্ন জায়গায় পথ অবরোধও করে তৃণমূল৷ ফলে সভায় যোগ দিতে আসার পথে সমস্যায় পড়েন বিজেপি কর্মীরা৷

শুভেন্দু অধিকারী অবশ্য হুঁশিয়ারি দিয়ে বলেন, 'মনে রাখবেন, আজকে দক্ষিণবঙ্গের আর একটি জায়গাতেও পূর্ব মেদিনীপুরে একটা সভা হচ্ছে৷ আমাদের সভায় যাওয়ার সব রাস্তা আটকে দিয়েছে৷ শুধুমাত্র আমি যে পথ ধরে যাবো সেটা ফাঁকা রয়েছে৷ আমিও চাইলে মারিশদা থেকে কোলাঘাট পর্যন্ত বিভিন্ন জায়গায় কাঠের গুড়ি ফেলে দিতে পারি৷ তিন সেকেন্ড সময় লাগবে৷ কিন্তু আমরা এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করি না৷'

Published by:Debamoy Ghosh
First published:

Tags: BJP, South 24 Parganas, Suvendu Adhikari, TMC