#তেহট্ট: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম পীযুষ মণ্ডল। বয়স আনুমানিক চল্লিশ বছর। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে তেহট্টের বালিউরার কাছে একটি ইটভাটায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে পুলিশ পীযুষ মণ্ডল ইট ভাটায় ইট তৈরীর জন্য রাখা মাটির ঢিবির উপর ঘাস কাটতে গিয়েছিল। সেই সময় ওই স্থানে ঝুলে থাকা 11000 ভোল্টের বিদ্যুতের তারের সাথে সংস্পর্শে আসায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ক্ষতিপূরণের দাবিতে মৃতদেহ ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় তেহট্ট থানার পুলিশ। তারা ভাটা মালিকের সাথে বিষয়টি নিয়ে মীমাংসা করার প্রতিশ্রুতি দিলে বিক্ষোভ প্রত্যাহার করা হয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Death