#তারাপীঠ : ৯৩ দিন পর ফের খুলল তারাপীঠ৷ মন্দিরের গর্ভগৃহে প্রবেশের অনুমতি নেই৷ বাইরে থেকে বিগ্রহ দর্শন করতে হবে ভক্তদের ৷ স্যানিটাইজার টানেল দিয়ে মন্দিরে প্রবেশ করার ব্যবস্থা করেছে মন্দির কর্তৃপক্ষ ৷ টানেল দিয়েই প্রবেশ করতে হবে মন্দিরে ৷ সামাজিক দূরত্ব বিধি মেনে দাঁড়াতে হবে ভক্তদের ৷
এদিকে এর আগে মন্দিরের চাতালেও প্রচুর ভক্ত জমায়েত হতেন এই মারণ করোনা ভাইরাস আবহে সেই জমায়েত একেবারে বন্ধ করে দেওয়া হচ্ছে ৷
পাশাপাশি প্রচলিত রীতি আছে রথের দিন তারা মা রথে চেপে সারা শহর পরিভ্রমণ করেন ৷ এবার সেটাও বন্ধ রয়েছে ৷ নিয়ম মেনে মন্দির চত্বরেই রাখা রথে পুজো করা হবে মা-কে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus, Coronavirus, Rath Yatra, Tarapith