হোম /খবর /দক্ষিণবঙ্গ /
করোনা সংক্রমণের জেরে ৯৩ দিন বন্ধ থাকার পর খুলল শক্তিপীঠ তারাপীঠ, দেখুন ভিডিও

করোনা সংক্রমণের জেরে ৯৩ দিন বন্ধ থাকার পর খুলল শক্তিপীঠ তারাপীঠ, দেখুন ভিডিও

দীর্ঘ অপেক্ষার পর খুলে গেল তারাপীঠ মন্দিরের দরজা, ভক্তিভরে মা-কে দর্শন পুণ্যার্থীদের

  • Last Updated :
  • Share this:

#তারাপীঠ : ৯৩ দিন পর ফের খুলল তারাপীঠ৷ মন্দিরের গর্ভগৃহে প্রবেশের অনুমতি নেই৷  বাইরে থেকে বিগ্রহ দর্শন করতে হবে ভক্তদের ৷ স্যানিটাইজার টানেল দিয়ে মন্দিরে প্রবেশ করার ব্যবস্থা করেছে মন্দির কর্তৃপক্ষ ৷  টানেল দিয়েই প্রবেশ করতে হবে মন্দিরে ৷  সামাজিক দূরত্ব বিধি মেনে দাঁড়াতে হবে ভক্তদের ৷

এদিকে এর আগে মন্দিরের চাতালেও প্রচুর ভক্ত জমায়েত হতেন এই মারণ করোনা ভাইরাস আবহে সেই জমায়েত একেবারে বন্ধ করে দেওয়া হচ্ছে ৷

পাশাপাশি প্রচলিত রীতি আছে রথের দিন তারা মা রথে চেপে সারা শহর পরিভ্রমণ করেন ৷ এবার সেটাও বন্ধ রয়েছে ৷ নিয়ম মেনে মন্দির চত্বরেই রাখা রথে পুজো করা হবে মা-কে ৷

 
Published by:Debalina Datta
First published:

Tags: Corona Virus, Coronavirus, Rath Yatra, Tarapith