AKSHOY DHIBAR
#তারাপীঠ: সারা বিশ্ব তথা আমাদের দেশও করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে। এখন দেশজুড়ে প্রবল আকারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের সংক্রমণ। দেশবাসী সাধারণ জীবনযাপন থেকে এখন নিজেদের গৃহবন্দী করেছে, যাতে এই করোনা থেকে বাঁচতে পারে সেই আশায় । তবুও সংক্রমণ কমার নাম নিচ্ছে না। বাংলা-সহ দেশের প্রতিটা রাজ্যে এখন করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে।
সেই আতঙ্ক থেকে সারা বিশ্বের মানুষ ও দেশের মানুষ যেন আবার স্বাভাবিক ভাবে জীবনযাপন করতে পারে সেই উদ্দেশে বিশেষ তিথি ও তারাপীঠের সবথেকে বড় উৎসব কৌশিকী অমাবস্যাতে তারাপীঠ মন্দির কমিটির সেবায়েতরা বিশেষ পুজো করলেন ও বিশেষ প্রার্থনা করলেন ।
এই করোনা আবহে ভক্ত ছাড়া পুজোতে বিশেষ প্রার্থনা করেন বিশ্ববাসীর শান্তি উদ্দেশ্যে। অচিরে এই পৃথিবী যেন এক নতুন ভোরের আলো দেখতে পান বিশ্ববাসী ও নতুন জীবন শুরু করতে পারে মানুষ।করোনা মহামারী যেন দূর হয় গোটা বিশ্ব থেকে।