শান্তিনিকেতনের ধাঁচেই এবার বসন্ত উৎসবের আয়োজন হচ্ছে তারাপীঠে। উদ্যোক্তা তারাপীঠ মন্দির কমিটি। সহযোগিতায় তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ। সামিল স্থানীয়রাও। তারাপীঠ জুড়ে এখন সাজো সাজো রব।
কবিগুরুর গান, নাচ আর নানা রঙের আবীর। প্রতি বছর এভাবেই বসন্তকে স্বাগত জানায় শান্তিনিকেতন। এবার সেই একই ছবি দেখা যাবে তারাপীঠেও। মন্দির কমিটির উদ্যোগে পালিত হবে প্রথম বসন্ত উৎসব। জোরকদমে চলছে তারই প্রস্তুতি।
হাতে সময় আর নেই বললেই চলে। তাই দিন-রাত এক করে চলছে মহড়া। হারমোনিয়ামের রিডে রবীন্দ্রগানের সুর। কবিগুরুর সুরেই দল বেঁধে নাচ। কখনও ঘরে, কখনও ছাদে। প্র্যাকটিসে খামতি দিতে নারাজ উৎসবে অংশগ্রহণকারীরা।