হোম /খবর /দক্ষিণবঙ্গ /
জল্পনা-বিতর্কের মধ্যেই আগামী বৃহস্পতিবার "মেগা শো" শুভেন্দু অধিকারির 

জল্পনা-বিতর্কের মধ্যেই আগামী বৃহস্পতিবার "মেগা শো" শুভেন্দু অধিকারির 

Photo-File

Photo-File

জল্পনা বাড়িয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, "রামনগর নিয়ে বলার জন্যে অনেকে বলেছিলেন, কিন্তু যা বলতে হয়, তা করতে নেই। আর যা করতে হয়, তা বলতে নেই।"

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: গত কয়েকদিন ধরে দুরত্ব বেড়েছে।  তারই মধ্যে পূর্ব মেদিনীপুরে অধিকারী বাড়িতে হাজির হয়েছিলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। শিশির অধিকারীর সাথে কথাও বলেন। ঠিক তার পরেই মেগা শো করার কথা ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী।

আগামী সপ্তাহে বৃহস্পতিবার ১৯ নভেম্বর তার নিজের জেলার রামনগরে করতে চলেছেন মেগা শো। সমবায় আন্দোলনকে সামনে রেখেই হবে তার এই শো। গত কয়েকদিন ধরে অরাজনৈতিক মঞ্চ ব্যবহার করে তার একের পর এক সভা জল্পনা বাড়িয়ে দিয়েছে রাজনৈতিক মহলে। তারই মধ্যে এই মেগা শো করে তিনি কি বার্তা দেন এখন সেদিকেই চেয়ে সকলে। এরই মধ্যে শুভেন্দু অধিকারী প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, "এসব ওদের দলের ব্যাপার। মানভঞ্জন থেকে খুনোখুনি এসব লড়াই চলছে। তৃণমূল কংগ্রেসের ভিতরের অবস্থা কখনই ভালো ছিল না। এখন ওদের যা অবস্থা হয়েছে, তাতে সাধারণ মানুষ ওদের থেকে দূরে সরে যেতে চাইছে। তাই দলের নেতারাও আর দলে থাকতে চাইছেন না। ভিতরের রোগটা বাইরে বেরিয়ে যাচ্ছে।" তবে চলতি সপ্তাহে শুভেন্দু অধিকারীর এই মেগা শো নিয়ে চর্চা শুরু হয়েছে। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তার এই অনুষ্ঠান হবে রামনগরের আর এস ময়দানে। সমবায় সপ্তাহ হবে।  ওখানে অনেক সময় পাওয়া যাবে। তখন যা বলার বলব। বলার সুযোগও অনেক পাব।

তবে জল্পনা বাড়িয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, "রামনগর নিয়ে বলার জন্যে অনেকে বলেছিলেন, কিন্তু যা বলতে হয়, তা করতে নেই। আর যা করতে হয়, তা বলতে নেই।" রামনগরের বিধায়ক অখিল গিরির সাথে কোনও ভাবেই ভালো সম্পর্ক ছিল না অধিকারী পরিবারের। তার এলাকায় শুভেন্দুর মেগা শো নিয়ে তিনি অবশ্য বলেছেন, "৭ দিনের চরম হুশিয়ারি দলের তরফে দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীকে। উনি ওনার রাজনৈতিক অবস্থান স্পষ্ট না করলে দলের তরফে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।" এর আগেও অধিকারী পরিবারের বিরুদ্ধ গোষ্ঠীর এই নেতা শুভেন্দুর নানা কর্মসূচী নিয়ে তোপ দেগেছেন। এমনকি গত ১০ নভেম্বর নন্দীগ্রাম দিবস নিয়েও মুখ খুলেছিলেন তিনি। এবার সেই অখিল গিরির এলাকাতেই বড় সমাবেশের ডাক দিলেন শুভেন্দু।

ABIR GHOSHAL

Published by:Debalina Datta
First published:

Tags: Suvendu Adhikary, TMC