সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে নাম না করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে তির ছুঁড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সিঙ্গুরের সভামঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দু বক্তব্য, '' মমতা সিঙ্গুরের সবথেকে বড় সর্বনাশ করে গিয়েছেন। ডিনামাইট দিয়ে টাটার কারখানা ধ্বংস করে যুবকদের স্বপ্ন ধ্বংস করেছেন। একের পর এক কারখানা বন্ধ করেছেন। কৃষকদের ধ্বংস করেছেন। পশ্চিমবঙ্গে ১ কোটি বেকার তৈরি করেছিল সিপিআইএম। ২ কোটি বেকার বানিয়েছেন মমতা। বাংলার ভবিষ্যৎ ২৮টাকার পাউচ, ভাইপো লটারি।''
তিনি আরও বলেন, '' ক্যাডবেরি, স্যান্ডউইচ খেয়ে অনশনের নাটক? এটা আমার কথা নয়। দীপক ঘোষের বই থেকে পড়ে বলছি। টাটাকে এই রাজ্য থেকে তাড়িয়েছেন। কত বড় অপরাধ। সিঙ্গুরের স্বপ্নকে ধুলিস্যাত করেছেন। একটা লোককেও হাওড়া-হুগলি-বর্ধমান থেকে গুজরাত, উত্তরপ্রদেশে কাজের জন্য যেতে হত না। এই রাজ্যে নতুন দিগন্ত আনবে বিজেপি টাটাকে ফুলের মালা পড়িয়ে নিয়ে এসে।''
শুভেন্দু প্রশ্ন ছোঁড়েন, '' সিঙ্গুর আন্দোলনের উদ্দেশ্য কী ছিল? কৃষিজমি রক্ষা না মুখ্যমন্ত্রী হওয়া?'' মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে শুভেন্দুর হুঙ্কার, '' মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে ৫০টা সুরম্য প্রাসাদ বানিয়েছেন নিজে থাকার জন্য। উত্তরকন্যা, উপান্ন, গঙ্গাসাগর, উত্তীর্ণ... কত নাম বলব? লাইফস্টাইলে বদল দেখেছেন তো আপনারা?''
শুভেন্দুর ভাষায়, '' পঞ্চায়েতে নমিনেশন করার দায়িত্ব আমাদের। ধেড়ে ইদুরটাকে আমরা ধরব। গ্রামের ছোট ছোট ইদুরগুলোকে আপনারা ধরবেন তো? গ্রামগুলোকে দূর্গ বানান। সবে আরামবাগে হাত পড়েছে। এখনও সিঙ্গুর, হরিপাল বাকি।''
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Suvendu Adhikary