#কাঁথি: দীর্ঘ জল্পনার ইতি। ২১ বছরের সম্পর্ক ছিন্ন হল তৃণমূলের সঙ্গে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় থাকা শুভেন্দু অধিকারীর পথচলা আজ আনুষ্ঠানিকভাবে থামল। দল এবং দলীয় সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন তিনি। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে দলের সদস্যপদ-সহ যাবতীয় পদ ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন শুভেন্দু৷ চিঠিতে শুভেন্দু লিখেছেন, তৃণমূলে কাটানো সময়টুকু আজীবন তাঁর কাছে মূল্যবান হয়ে থাকবে৷ এমনকি তাঁকে যাবতীয় সুযোগ দেওয়ার জন্যও তৃণমূলনেত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সেখানে।
এ দিকে দল ছাড়ার ঠিক কিছুক্ষণের মধ্যেই নিজের ঘনিষ্ঠমহলে শুভেন্দু জানিয়েছেন শনিবারই বিজেপিতে যোগ দেবেন তিনি। এতদিন শুভেন্দুর বিজেপি যোগ নিয়ে একাধিক কথা শোনা গেলেও, তিনি নিজে মুখে কারও কাছে তা স্পষ্ট করেননি বলেই সূত্রের খবর। ফলে সব স্পষ্ট হওয়ার পড়েও একটা ধোঁয়াশা থেকে গিয়েছিল। কিন্তু এ দিন দল ছাড়ার পর নিজের ঘনিষ্ঠদের বিজেপিতে যোগ দেওয়ার বিষয়টি নিজের মুখে জানিয়ে দিয়েছেন।
ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার অর্থাৎ আজই দিল্লি উড়ে যাবেন শুভেন্দু। শুক্রবার, বিজেপির সদর কার্যালয়ে গেরুয়া শিবিরে যোগ দেবেন তিনি। আগামী ১৯ ডিসেম্বর অমিত শাহ আসছেন বাংলায়। ঘনিষ্ট মহলের দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সেদিন একইমঞ্চে দেখা যেতে পারে 'দাদা'কেও। যদিও, শুভেন্দুর ঘনিষ্ঠ মহলের আরেকটি সূত্রের দাবি, দিল্লি থেকে ঘুরে আসার পর মেদিনীপুরেই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিতে পারেন শুভেন্দু। তবে এই বিষয়ে 'দলত্যাগী' শুভেন্দু এখনও নিজে মুখে কিছুই স্পষ্ট জানাননি। ফলে তিনি কী বলেন, সে দিকেই এখন তাকিয়ে গোটা রাজনৈতিক মহল।