#নন্দীগ্রাম: 'লড়াইয়ের ময়দানে দেখা হবে।' নন্দীগ্রাম দিবসে এই হুঙ্কার দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তার পর বিজেপি-তে যোগ দেওয়ার পর মঙ্গলবার এই প্রথম নন্দীগ্রামে যাচ্ছেন তিনি৷
জানা গিয়েছে, মঙ্গলবার বজরঙ্গবলীর পুজো উপলক্ষে টেঙ্গুয়া মোড় থেকে জানকীনাথ মন্দির পর্যন্ত এক শোভাযাত্রায় অংশ নেবেন শুভেন্দু। জানা গিয়েছে, জানকী মন্দিরেও বিশেষ পুজোরও ব্যবস্থা করা হয়েছে৷ সেখানেও উপস্থিত থাকতে পারেন শুভেন্দু।
আগামী ৭ জানুয়ারি নন্দীগ্রামে সভা করার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ কিন্তু রামনগরের বিধায়ক অখিল গিরি অসুস্থ হওয়ার কারণে সেই সভা পিছিয়ে দিয়েছে তৃণমূল৷ তবে জানুয়ারি মাসেই সম্ভবত নন্দীগ্রামে তৃণমূলনেত্রীর সভা হবে৷ শুভেন্দু অধিকারী অবশ্য জানিয়েছিলেন, তিনি ৮ জানুয়ারি নন্দীগ্রামেই পাল্টা সভা করবেন৷ যদিও তাঁর আগেই নন্দীগ্রামে পা রাখছেন বিজেপি নেতা৷
নন্দীগ্রামকে শুভেন্দুর খাসতালুক হিসেবেই ধরা হয়৷ কিছুদিন আগে পর্যন্ত নন্দীগ্রামের বিধায়ক ছিলেন শুভেন্দু৷ বিজেপি-তে যোগদানের আগেই বিধায়ক পদে ইস্তফা দেন শুভেন্দু৷ কিন্তু নন্দীগ্রাম কার্যত শুভেন্দুর সঙ্গে শাসক দলের সম্মানের লড়াই হতে চলেছে৷ নন্দীগ্রামে আন্দোলনে শুভেন্দু ভূমিকাকেও যথাসম্ভব উপেক্ষা করার চেষ্টা শুরু করে দিয়েছে তৃণমূল নেতৃত্ব৷ ইতিমধ্যেই শুভেন্দুকে নন্দীগ্রাম থেকেই ভোটে দাঁড়ানোর চ্যালেঞ্জ জানিয়ে রেখেছে তৃণমূল৷ ফলে মঙ্গলবার অরাজনৈতিক অনুষ্ঠানে গেলেও নতুন দলে যোগদানের পর শুভেন্দু নন্দীগ্রামে গিয়ে কী বার্তা দেন, সেটাই এখন দেখার৷
Sujit Bhowmikনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mamata Banerjee, Nandigram, Suvendu Adhikari, TMC