#দাঁতন: প্রত্যাশা মতই সুপার রবিবারে অভিষেক ও শুভেন্দু অধিকারীর দ্বৈরথ জমজমাট হয়েছে ৷ একদিকে ডায়মন্ড হারবার থেকে বিজেপি তথা শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ পাল্টিবাজ বলে কটাক্ষ করেছন শুভেন্দুকে ৷ দেখার বিষয় ছিল শুভেন্দু কী উত্তর দেন ৷ শুভেন্দুর গরমা গরম বক্তৃতা রবিবারকে জমিয়ে দিয়েছেন ৷ সারদা, নারদ নিয়ে শুভেন্দুকে আক্রমণ করেছেন অভিষেক ৷ উপসর্গহীন ভাইরাস বলে নাম না করে শুভেন্দুকে কটাক্ষ তৃণমূলের যুব সভাপতির ৷ দল ছাড়ার পর তৃণমূলের ছোট বড় সভায় যেন টার্গেট শুভেন্দুই ৷
আক্রমণ পাল্টা আক্রমণে জমজমাট মেগা রবিবার ৷ জেলা দিয়েই নবান্ন জয় করার কথা মনস্থির করেছেন শুভেন্দু ৷ তৃণমূলের আমলে জেলা বঞ্চিত ৷ বারেবারে শুভেন্দুর কথায় উঠে এসেছে ২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপি ২০০-ও বেশি আসনে জয় পাবে বলেই দাবি করেছেন শুভেন্দু দলীয় কর্মীদের মনোবল বাড়ানোর জন্য স্লোগান বেঁধে দিয়েছেন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বিজেপি ঘরে ঘরে ৷ জেলা আবেগকে তাঁর বক্তৃতায় উস্কে দিয়েছেন, সেটিকে হাতিয়ার করেছেন শুভেন্দু ৷
ফের এসএসসি, টেট, বেকারত্ব নিয়ে রাজ্য সরকারকে নিশানা করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ৷ দিলীপ ঘোষের সঙ্গে তিনি মেদিনীপুরে পদ্ম ফোটাবেন ৷ তৃণমূলের যুব সভাপতির পদ থেকে সরানোর বিষয়েও কটাক্ষ করতে ছাড়েননি ৷ অভিষেকের চ্যালেঞ্জ গ্রহণ করে শুভেন্দু জানিয়েছেন তিনি ডায়মন্ড হারবারে সভা করবেন ৷ শুভেন্দু দাবি করেছেন কাজের সময় কাজ করিয়ে তাঁকে ঘাড় ধাক্কা দিয়েছে বারেবারে তাঁর প্রাক্তন দল ৷
কেন্দ্রের বহু প্রকল্প নাম বদলে চালাচ্ছে তৃণমূল সরকার আক্রমণে দলের প্রাক্তন রাজ্য কমিটির সদস্যর ৷ রবিবার শুভেন্দু সবায় উৎসাহী জনতার ভিড় ছিল চোখে পড়ার মত, তিনি জানিয়েছেন মাত্র দুটি মন্ডলের লোকের জমায়েত হয়েছে ৷ মাত্র ৪ দিনের মধ্যে বিজেপি কর্মীরা এই রাজনৈতিক সমাবেশের আয়োজন করেছেন ৷ আগামী দিনে তৃণমূল বিজেপির যে জমজমাট লড়াই হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখেনা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Suvendu Adhikari