#কাঁথি: শুভেন্দু অধিকারী দল ছাড়ার পর থেকেই একে একে তাঁর ঘনিষ্ঠদের অনেকে দল ছাড়ছেন। ইতিমধ্যেই তৃণমূল ছেড়েছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি, ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত। 'বেসুরো' আরও বহু নেতা। কোথাও চিঠি লিখে দল থেকে পদত্যাগ তো কোথাও ফেসবুক পোস্টে উগরে দিয়েছেন ক্ষোভ। সেই তালিকায় নাম রয়েছে ডায়মন্ডহারবারের বিধায়ক দীপক হালদার, কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু, সিউড়ির আশিস দের।
শনিবার অনুব্রত মণ্ডলের গড় বীরভূমে ভাঙন শুরু হয়েছে তৃণমূলের। বীরভূমের সিউড়ি এক নম্বর ব্লকের তৃণমূলের কার্যকরী সভাপতি করম হোসেন খান দলত্যাগ করেছেন। বিশ্বজিতকে সাময়িকভাবে আটকাতে পারলেও করম হোসেন পদত্যাগপত্রও পাঠিয়ে দিয়েছেন। এ দিকে, শুভেন্দু অধিকারীর অনুগামী হিসাবে পরিচিত বেশ কয়েকজন জেলাপরিষদের কর্মাধ্যক্ষ এবং কয়েকজন নেতা আগামীকালের সভায় যোগদান করবে বলে সূত্রের খবর। শুক্রবার তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি তথা মেদিনীপুর পুরসভার প্রাক্তন প্রশাসক প্রণব বসু 'দলত্যাগ' করেন। তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতির কাছে পদত্যাগ পত্র পাঠিয়ে দেন প্রণব।
সূত্রের খবর, প্রণব, করম হোসেন খান সম্ভবত আগামীকাল, শনিবারি মেদিনীপুরে অমিত শাহ সভাতে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করবেন। করম বর্তমানে সিউড়ি ১ নং পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ পদেবহাল ছিলেন। তিনি ফোনে NEWS18 বাংলাকে জানিয়েছেন, শুভেন্দু অধিকারীর অনুগামী তিনি। শুভেন্দু অধিকারী যে দলে যোগদান করবেন তিনিও সেই দলে যোগদান করবেন। শুক্রবার, বীরভূম থেকে মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। করম হোসেন খান জানিয়েছেন, শুভেন্দু অধিকারীর প্রচুর অনুগামী রয়েছে বীরভূমে৷ এক এক করে তারা সবাই দলত্যাগ করবে।
শুধু তৃণমূল নয়, অমিত শাহের শনিবারের সভার আগে ভাঙন বাম শিবিরেও৷ সূত্রের খবর হলদিয়ার সিপিএম বিধায়ক তাপসী মণ্ডল বিজেপি-তে যোগ দিতে চলেছেন৷ মেদিনীপুরে অমিত শাহের সভা থেকেই গেরুয়া শিবিরে যোগদান করবেন তিনি৷ আর তা বুঝতে পেরেই দলীয় বিধায়ককে বহিষ্কার করেছে সিপিএম৷ তবে একা তাপসী মণ্ডল নয়, তমলুকের আরও এক সিপিআই বিধায়ক অশোক দিন্ডাও বিজেপি-তে যোগ দিতে পারেন বলে সূত্রের খবর৷
Sujit Bhowmik
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, Suvendu Adhikari