#কাঁথি: করোনা নিয়ে সচেতনতার বার্তা দিতে মহিষাদল থেকে সাইকেলে মন্দারমণি যাচ্ছিল একদল সাঁতারু৷ তাদের অধিকাংশই স্কুল পড়ুয়া কিশোর- কিশোরী৷ কাঁথির শহর দিয়ে যাওয়ার সময় শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে কৌতূহলবশতই দাঁড়িয়ে পড়েছিল তারা৷ বাড়ির সামনে থাকা নিরাপত্তারক্ষীদের কয়েকজন শুভেন্দু অধিকারী বাড়িতে আছেন কি না সেই খোঁজ খবরও করে৷ আর তার পরই এসে গেল অযাচিত সুযোগ৷ বাড়ির নীচে ওই সাঁতারুরা অপেক্ষা করছে জানতে পেরে তাদের বাড়ির দোতলায় ডেকে নিলেন বিজেপি নেতা৷
করোনা মুক্তির বার্তা দিয়ে মহিষাদল থেকে সাইকেলে মন্দারমণি রওনা দেয় মোট ১৫ জন সাঁতারু৷ তাদের মধ্যে চার জন মেয়ে৷ প্রশিক্ষক অলোক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এ দিন সকালেই এই যাত্রা শুরু করে ওই সাঁতারুরা৷ কাঁথি শহরের উপরেই শিশির অধিকারী- শুভেন্দু অধিকারীদের বাড়ি শান্তিকুঞ্জ৷ সেই বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময়ই কিছুক্ষণের জন্য থামে ওই সাঁতারুদের দল৷ এই মুহূর্তে শুভেন্দু অধিকারী রাজ্য রাজনীতির অন্যতম চর্চিত নাম৷ ফলে তাঁকে ঘিরে কিশোর-কিশোরীদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে৷
এ দিন সকালে শুভেন্দু সেই সময় বাড়িতেই ছিলেন৷ ওই সাঁতারুদের কথা জানতে পেরে তিনি তাদের বাড়ির দোতলায় ডেকে নেন৷ এর পর ওই সাঁতারুদের চা, জলখাবারের ব্যবস্থা করেন তিনি৷ তাদের আব্দার মেনে ছবিও তোলেন শুভেন্দু৷ সাঁতার, সমাজ সচেতনতার পাশাপাশি ওই কিশোর-কিশোরীদের মন দিয়ে পড়াশোনা করতেও বলেন বিজেপি নেতা৷ শুভেন্দুর আন্তরিক ব্যবহারে খুবই খুশি ওই সাঁতারুরাও৷ তবে শুভেন্দু নিজে বিষয়টি নিয়ে একেবারেই প্রচার চাননি৷
Sujit Bhowmik
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, Suvendu Adhikari