হোম /খবর /দক্ষিণবঙ্গ /
শুধু নন্দীগ্রাম থেকেই লড়তে হবে, মমতাকে শর্ত দিলেন শুভেন্দু

শুধু নন্দীগ্রাম থেকেই লড়তে হবে, মমতাকে শর্ত দিলেন শুভেন্দু

  • Last Updated :
  • Share this:

#খেজুরি: দু'টি আসন নয়৷ শুধু নন্দীগ্রাম থেকেই ভোটে লড়তে হবে মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলনেত্রীর নন্দীগ্রামের সভার পাল্টা এ দিন খেজুরির সভা থেকে এমনই শর্ত দিলেন শুভেন্দু অধিকারী৷ একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদভ্রান্ত এবং হতাশাগ্রস্ত বলেও কটাক্ষ করেন শুভেন্দু৷

সোমবার তেখালির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, তিনি নন্দীগ্রাম থেকে প্রার্থী হবেন৷ তবে নিজের বর্তমান কেন্দ্র ভবানীপুরেও তিনি দাঁড়াবেন বলে ইঙ্গিত দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী৷ সেক্ষেত্রে তিনি দুই আসন থেকেই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন৷ এ দিন মমতাকে পাল্টা শর্ত দিয়ে শুভেন্দু বলেন, 'এক জায়গায় দাঁড়াতে হবে৷ দু জায়গায় দাঁড়ালে চলবে না৷ শুধু নন্দীগ্রাম থেকেই লড়তে হবে৷ কালকে মঞ্চ থেকে ঘোষণা করেছেন নন্দীগ্রাম থেকে লড়বেন৷ বিজেপি-র প্রার্থী মঞ্চে হয় না৷ তৃণমূলে ওসব হয় কারণ তৃণমূল কোম্পানিতে দিদিমণি আর তাঁর ভ্রাতুষ্পুত্র যা বলবেন সেটাই আইন৷ '

এর পরেই কটাক্ষের সুরে শুভেন্দু বলেন, 'নন্দীগ্রামে কীসের ভরসায় আসছেন, ৬২ হাজারের ভরসায়? পদ্ম তো জিতবে ২ লক্ষ ১৩-র ভরসায়৷ ২ লাখ ১৩ কারা, জয় শ্রীরাম বলে যাঁরা৷ তবে ওই ৬২ হাজারেও সিঁধ কাটব৷ আমরা আপনাকে দুটো জায়গা থেকে দাঁড়াতে দেব না৷ আর এখন থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন এমএলএ-র লেটারহেড ছাপিয়ে রাখতে হবে৷ ' নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে ২৩ শতাংশের বেশি সংখ্যালঘু ভোট রয়েছে৷ সেই ভোট পাওয়ার আশাতেই মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম আসনকে বেছেছেন বলে এ দিন পরোক্ষে অভিযোগ করলেন শুভেন্দু৷ হুঙ্কারের সুরে শুভেন্দু বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় হারবে, হারবে, হারবে৷'

শুভেন্দু এ দিনও অভিযোগ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম আন্দোলনকে স্বীকৃতি দেননা৷ তাঁর অভিযোগ, কোথায় সভা করতে এসেছেন সেটাও জানতেন না তৃণমূলনেত্রী৷ মঞ্চের লেখা দেখে বলতে হয়েছে৷ মুখ্যমন্ত্রীর নন্দীগ্রামের শহিদদের নাম জানেন না বলেও অভিযোগ করেন শুভেন্দু৷ তিনি বলেন, 'তৃণমূল কংগ্রেস নেত্রী উদভ্রান্ত৷ রাজনৈতিক ভাবে হতাশাগ্রস্ত৷ কোথায় সভা করছেন সেটাও জানেন না৷ দেখে বলতে হচ্ছে৷ পাঁচ বছর অন্তর নন্দীগ্রামের কথা মনে পড়ে৷ ওনার আত্মা নাকি নন্দীগ্রামে আর দেহ আছে কলকাতায়৷ শহিদদের নাম বলতে হয় কাগজ দেখে দেখে৷ শুভেন্দু অধিকারীকে টুকলি করতে হয় না৷ ' নিজের দাবির স্বপক্ষে এ দিন নন্দীগ্রামের বেশ কয়েকজন শহিদের নামও মুখস্থ বলেন বিজেপি নেতা৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: BJP, Mamata Banerjee, Suvendu Adhikari, TMC