#কাঁথি: রাজনৈতিক জীবনের তৃতীয় ইনিংস শুরু করেছেন৷ তৃণমূলের সঙ্গে ২১ বছরের সম্পর্ক চুকিয়ে আজ বিজেপি-তে যোগদান করবেন শুভেন্দু অধিকারী৷ নতুন ইনিংস শুরু করার মুহূর্তটি যাতে 'শুভ' হয়, সেদিকেও নজর রাখছেন তিনি৷ শুভেন্দুর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, পঞ্জিকা মতে এ দিন ঘড়ি ধরে কাঁথির বাড়ি থেকে বেরিয়ে মেদিনীপুরের জনসভার উদ্দেশে রওনা দেবেন নন্দীগ্রামের বিধায়ক৷
জানা গিয়েছে, পঞ্জিকা মতে এ দিন সকাল ১১.০৩-এর পর বাড়ি থেকে বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে শুভেন্দুকে৷ সেই অনুযায়ীই সকাল এগারোটার কিছু পরে কাঁথির বাড়ি থেকে বেরোবেন শুভেন্দু অধিকারী৷ সোজা পৌঁছবেন মেদিনীপুরে৷ জানা গিয়েছে, মেদিনীপুরের সভায় মূল মঞ্চে একমাত্র শুভেন্দু অধিকারীই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত থেকে বিজেপি-র পতাকা তুলে নেবেন৷ তৃণমূল বা অন্যান্য দল থেকে যাওয়া নেতাদের যোগদান হবে বিজেপি-র অন্য নেতাদের হাত দিয়ে৷
শুক্রবারই জানা যায়, শুভেন্দুকে জেড ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ সেই খবর জানিয়ে শুভেন্দুর সঙ্গে যোগাযোগও করা হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে৷ যাতে তাঁর নিরাপত্তারক্ষীদের শুভেন্দুর কাছে পাঠিয়ে দেওয়া যায়৷ কিন্তু শুভেন্দু তাঁদের জানিয়ে দিয়েছেন, যতক্ষণ না নতুন দলে যোগদান করছেন, ততক্ষণ তিনি কেন্দ্রীয় নিরাপত্তা নিতে চান না৷ সূত্রের খবর, নিরাপত্তার খাতিরে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একাধিক কর্তা এ বিষয়ে শুভেন্দুকে অনুরোধ করেছিলেন৷ কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় থেকেছেনে তৃণমূলের সদ্য প্রাক্তন এই নেতা৷
অনেকেই বলছেন রাজনৈতিক জীবনে দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন শুভেন্দু৷ কিন্তু 'দাদার ঘনিষ্ঠ অনুগামীরা' বলছেন, আসলে শুভেন্দুর এটি তৃতীয় ইনিংস৷ কারণ তৃণমূলে যোগ দেওয়ার আগে কংগ্রেসেও ছিলেন শুভেন্দু অধিকারী৷
Abir Ghosalনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amit Shah, BJP, Suvendu Adhikari, TMC