#মহিষাদল: 'মানুষের সঙ্গে কোনওদিন বিশ্বাসঘাতকতা করিনি, করবও না৷' নাম না করে ফের কি নিজের দল এবং রাজ্য সরকারকেই বিঁধলেন শুভেন্দু অধিকারী? রবিবার পূর্ব মেদিনীপুরের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের গিয়ে করা বেশ কয়েকটি মন্তব্যে তাঁকে ঘিরে জল্পনা আরও উস্কে দিলেন শুভেন্দু অধিকারী৷ ইঙ্গিতপূর্ণ ভাবে আরও বললেন, 'আশা করব ঈশ্বর আমাদের ২০২১ সালটা খুব ভাল দেবে, মুক্তির সাল দেবে, আনন্দের স্বাদ দেবে৷'
রবিবারই শুভেন্দু ঘনিষ্ঠ বলে পরিচিত পূর্ব মেদিনীপুরে দলের সাধারণ সম্পাদক কণিষ্ক পণ্ডাকে বহিষ্কার করেছে তৃণমূল৷ আর সেদিন বিকেলেই কারও নাম না করেই ফের অরাজনৈতিক মঞ্চ থেকে একের পর এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী৷ তিনি বলেন, 'আমি মানুষের সঙ্গে কোনওদিন বিশ্বাসঘাতকতা করব না৷ মানুষের উপরে যদি অন্যায়, অত্যাচার হয়, বেকার যুবকরা যদি কর্মসংস্থান না পেয়ে যন্ত্রণায় কাতরায়, কৃষকরা যদি যন্ত্রণায় কাতরায়, যদি মানুষের মধ্যে উন্নয়নের জন্য আরও প্রত্যাশা থাকে, তাহলে শুভেন্দু অধিকারী সেটা করবে৷'
২০২১ সালে রাজ্যে পরিবর্তনের ডাক দিচ্ছে বিজেপি৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও বিদায় নেবে বলে দাবি করছে তারা৷ মহিষাদলের অনুষ্ঠান মঞ্চ থেকে জল্পনা আরও বাড়িয়ে দিয়ে শুভেন্দু বলেন, 'আশা করব ঈশ্বর আমাদের ২০২১ সালটা খুব ভাল দেবে, মুক্তির সাল দেবে, আনন্দের স্বাদ দেবে৷'
শুভেন্দুর সঙ্গে দলের বিচ্ছেদ এখন সময়ের অপেক্ষা৷ দু' পক্ষই তা ধীরে ধীরে স্পষ্ট করতে শুরু করেছেন৷ শুভেন্দুর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কী হয়, তা দেখার অপেক্ষায় গোটা রাজ্য রাজনীতি৷ আর শুভেন্দুর ধাক্কা শাসক দলও কীভাবে সামলায়, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তা দেখতেও আগ্রহী রাজ্যবাসী৷