এ দিন কাঁথিতে ফের একবার রোড শো করেন শুভেন্দু৷ পরে জনসভাও করেন তিনি৷ কয়েকদিন আগে খড়দহে সভা করে গিয়েছিলেন বিজেপি নেতা৷ এ দিন পাল্টা খড়দহতেই সভা করে তৃণমূল৷ সেই সভায় হাজির ছিলেন সৌগত রায়, মদন মিত্ররা৷ কাঁথির রোড শোর মাঝে শুভেন্দু সেই সভাকে কটাক্ষ করে বলেন, 'সভা করবে না কেন, করুক৷ ভাল তো৷ কিন্তু এত যখন ক্ষমতা আমি যেখানে সভা করে এলাম ওখানে সভা না করে ছোট পার্কের মধ্যে করছে কেন? ওখানে তো দু' হাজার লোকও ধরবে না৷ আর এমনিতেও তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেড দলটা বিধানসভা নির্বাচন পর্যন্ত থাকবে৷ তার পর উঠে যাবে৷'
এ দিনই রাজ্যে এসে ফুরফুরা শরিফে গিয়ে সংখ্যালঘু নেতা আব্বাস সিদ্দিকির সঙ্গে বৈঠক করেছেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি৷ যদিও সেই বৈঠক নিয়ে বিশেষ ভাবিত নন শুভেন্দু৷ বরং শুভেন্দু বলেন, 'বহুদলীয় গণতন্ত্রে সবারই নিজেদের মতো করে লড়াই করার অধিকার রয়েছে৷ আর যাঁরা ভয় পাচ্ছে, এসব নিয়ে তারা চিন্তা করবে৷ বিজেপি-র কোনও চিন্তা নেই৷'
এ দিন প্রথমে ঝাড়গ্রামে সভা করেন শুভেন্দু৷ সেই বৈঠক থেকেও রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ করেন তিনি৷ অভিযোগ করেন, তৃণমূল তাঁকে অপমান করেছে৷ জঙ্গলমহলে তিনি দলকে প্রতিষ্ঠা করলেও সেখান থেকে দূরে সরিয়ে দেওয়া হয় তাঁকে৷
Abir Ghosal