#তমলুক: পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে কারা ফোন করে কী বলেন সেই রেকর্ড তাঁর কাছে আছে৷ পেগাসাস বিতর্কের মধ্যেই এমন দাবি করলেন খোদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ প্রকাশ্যেই এই দাবি করায় শুভেন্দুর বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট-এ স্বতোঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ৷ এর পাশাপাশি মহামারি প্রতিরোধ আইন সহ একাধিক ধারায় রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে৷
সোমবার পূর্ব মেদিনীপুরের নিমতৌড়িতে এসপি অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি৷ সেখানেই বক্তব্য রাখতে গিয়ে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে-র উদ্দেশে রীতিমতো হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা৷ পূর্ব মেদিনীপুরের এসপি-র নির্দেশেই জেলার বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী৷ এসপি-কে উদ্দেশ করে তিনি বলেন, 'ভাইপোর অফিস থেকে আপনাকে কারা ফোন করে, আমার কাছে প্রত্যেকটা ফোন নম্বর, কল রেকর্ড আছে৷ আপনাদের হাতে যদি রাজ্য সরকার থাকে, আমাদের কাছে কেন্দ্রীয় সরকার আছে৷ নরেন্দ্র মোদি কাশ্মীরকে সিধে করেছেন৷ কেন্দ্রকে অত দুর্বল ভাববেন না৷'
সংবাদমাধ্যম 'দ্য ওয়্যার'-এর রিপোর্টে দাবি করা হয়েছে, যে সাংসদ, পেগাসাস সফটওয়্যার কাজে লাগিয়ে যে নেতাদের ফোনে আড়ি পাতা হচ্ছিল, তাঁদের মধ্যে অন্যতম অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ বিষয়টি নিয়ে অভিষেকও পাল্টা ট্যুইট করে বিজেপি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে বিঁধেছেন৷ তার মধ্যেই শুভেন্দুর এই দাবি বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে৷ কারণ বিজেপি-তে যোগ দেওয়ার পর থেকেই নাম না করে ভাইপো বলে বার বার অভিষেককেই নিশানা করেছেন বিরোধী দলনেতা৷
জেলার পুলিশ সুপারকে কারা ফোন করছেন সেই তথ্য কী ভাবে তাঁর কাছে এলো, এই প্রশ্ন তুলে ইতিমধ্যেই শুভেন্দুকে আক্রমণ করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস৷ শুভেন্দু অধিকারীর কী ভাবে ফোনে আড়ি পাতার প্রযুক্তি হাতে পেলেন, সেই প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ৷ তৃণমূল নেতার কটাক্ষ, 'অবিলম্বে ওনাকে হেফাজতে নিয়ে জানা দরকার যে ওনার কাছে এই প্রযুক্তি এলো কীভাবে?'
এ বিষয়ে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে বলেন, 'ফোন রেকর্ডিংয়ের তথ্য শুভেন্দু অধিকারীর কাছে থাকার কথা নয়৷ কিন্তু উনি নিজ মুখেই সেকথা স্বীকার করেছেন৷ তাই ওনার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের ৫ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে৷'
এর পাশাপাশি সরকারি কাজে বাধা, মহামারি আইন ভেঙে পঞ্চাশ জনের বেশি জমায়েত করার অভিযোগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মোট ১২টি ধারায় মামলা দায়ের করেছে পুলিশ৷ শুভেন্দু অধিকারী ছাড়াও এফআইআর দায়ের করা হয়েছে অশোক দিন্দা, তাপসী মণ্ডল, রবীন্দ্রনাথ মাইতি, শান্তনু প্রামাণিকের মতো জেলার বেশ কয়েকজন বিজেপি বিধায়ক এবং নেতাদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Abhishek Banerjee, BJP, Suvendu Adhikari