#তমলুক: জেলার বিজেপি কর্মী, সমর্থকদের মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা হচ্ছে৷ এই অভিযোগ তুলে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপারকে 'বাচ্চা ছেলে' বলে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ এসপি-কে সতর্ক করে একই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, রাজ্যে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রয়েছে, সেরকমই কেন্দ্রে তাঁদের সরকার আছে৷
পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে ভোট পূর্ববর্তী এবং পরবর্তী হিংসা ও বিজেপির নেতা কর্মীদের নামে মিথ্যে মামলার অভিযোগ তুলে দিন নিমতৌড়িতে এসপি অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি৷ সেখানেই তাঁর বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়ার অভিযোগ তুলে পুলিশ সুপার অমরনাথ কে-কে রীতিমতো সতর্ক করেন নন্দীগ্রামের বিধায়ক৷ শুভেন্দু বলেন, 'জেলায় একজন বাচ্চা ছেলে এসপি হয়ে এসেছেন। উনি কী করছেন সবই জানি। আমি কিন্তু অনেক অনেক পুরনো খেলোয়াড়। মিথ্যা মামলা করে বিগত দিনেও কেউ কেউ কিছু করতে পারেনি, আজকেও পারবে না, আগামী দিনেও সেই চেষ্টা সফল হবে না।'
পুলিশ সুপারের উদ্দেশে শুভেন্দু আরও বলেন, 'আপনি মিথ্যা মামলা করছেন। আমি সব সার্টিফায়েড কপি রাখছি। এই সবকিছুর সিবিআই তদন্তের ব্যবস্থা করব।'
এমন কী, পুলিশ সুপারকে কাশ্মীরে বদলির হুঁশিয়ারিও শোনা যায় শুভেন্দুর গলায়৷ বিরোধী দলনেতা বলেন, 'আপনি সেন্ট্রাল ক্যাডারের অফিসার, এমন কিছু কাজ করবেন না যাতে করে কাশ্মীরের অনন্তনাগ বা বারমুলা গিয়ে ডিউটি করতে হয়।'
শুভেন্দু এ দিন আরও হুঁশিয়ারি দিয়েছেন, আগামী ৯ অগাস্ট ভারত ছাড়ো আন্দোলনের দিন জেলায় লক্ষ মানুষের জমায়েত করে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করবেন তিনি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Suvendu Adhikari