Supratim Das
#সিউড়ি: সিউড়ি স্বদেশী মার্কেট ফিরছে সাঁইথিয়া বাইপাসে চলে যাওয়া সবজি বাজার । এই বাজার নিজের হাতছাড়া হয়ে গিয়েছিল পুরসভার কাছ থেকে । তা পুনর্নির্মাণের চেষ্টা করেও ঠিকাদারের বকেয়া নিয়ে আদালতে মামলা ঝুলছিল । সে কারণে সবজি , মাছ ব্যবসায়ীরা রাস্তায় বসতেন এতদিন । কিন্তু করোনার কথা মাথায় রেখে সদর মহকুমা শাসক ও সিউড়ি পৌরসভা যৌথভাবে বাজারকে স্বদেশী মার্কেট চত্বর থেকে সিউড়ির বাইরে কুলেডার কাছে সরে যেতে বাধ্য করেছিল। এই বাজার স্কুলের মাঠে দিব্যি চলছিল । কিন্তু সব ক্রেতারাই আস্তে আস্তে মুখ ফিরিয়ে নেয়, তারই প্রতিবাদে সরব হয় স্বদেশী বাজার থেকে উৎখাত হওয়া কয়েকশো ব্যবসায়ী। তাঁরা নিজেদের স্থানে ফিরে আসার দাবিতে সিউড়ি পুরসভার সামনে বিক্ষোভ দেখান । যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন মহকুমা শাসক রাজীব মন্ডল ও পুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায় । তা নিয়ে সোমবার সিউড়ির প্রশাসক বোর্ডের সদস্য অঞ্জন কর জানান, ৫০ লক্ষ টাকায় স্বদেশী বাজার অধিকার ফের পুরসভা ফিরিয়ে নিয়েছে।
অন্যদিকে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের নির্দেশে শহরজুড়ে রাস্তায় আলো বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে । এরপরেই হাটজন বাজার, ক্যানেল থেকে রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে এলইডি বাতি লাগানো শুরু হয়েছে। সিউড়ি শহরে বরাবর এই আলো লাগানো হবে বলেন তিনি, আরও বলেন সম্প্রতি শহরে ছিনতাইয়ের কয়েকটি ঘটনা ঘটে চলেছে, সেসব কথা মাথায় রেখে অনুব্রত মণ্ডল বলেন পুজোর আগে শহর জুড়ে আলো ও নিকাশি নালার কাজ শেষ করতে হবে। সিউড়ি প্রশাসনের নির্দেশে কাজ চলছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।