#নয়াদিল্লি: বিজেপি নেতা খুনের ঘটনায় কেন্দ্রের সঙ্গে সঙ্গে সু্প্রিম কোর্ট নোটিশ পাঠাল রাজ্য সরকারকেও ৷ বিজেপি কর্মকর্তা ত্রিলোচন মাহাতো, দুলাল কুমার ও শক্তিপদ সরকার হত্যা মামলায় নোটিশ জারি করল শীর্ষ আদালত ৷ সমন পাঠিয়ে এই তিনটি রাজনৈতিক হত্যা নিয়ে রাজ্য সরকারের জবাব চেয়ে পাঠিয়েছে কোর্ট ৷
পঞ্চায়েত ভোটের পর রাজ্যে একের পর এক বিজেপি নেতা খুনে চাঞ্চল্য ছড়ায় ৷ তিন বিজেপি নেতা-কর্মী খুনের ঘটনায় অ্যাডভোকেট গৌরব ভাটিয়া আদালতে সিবিআই তদন্তের দাবি তুলেছেন ৷ গত ২ জুন, পুরুলিয়ার বলরামপুরের ডাভা গ্রাম থেকে বিদ্যুতের টাওয়ার থেকে বিজেপি কর্মী দুলাল কুমারের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ তার দিন চারেক আগেই পুরুলিয়ার বলরামপুরের সুপুরডি গ্রামেও মিলেছিল বিজেপি কর্মী ২১ বছরের ত্রিলোচন মাহাতর ঝুলন্ত দেহ ৷
উল্লেখ্য, গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হওয়া ত্রিলোচনের গেঞ্জিতে বাংলায় লেখা ছিল- ‘১৮ বছর বয়সেই বিজেপির রাজনীতি। এবার তোর প্রাণ নীতি। তোকে ভোটের থেকেই এই কাজটা করার চেষ্টা করি। আজকে তোর প্রাণ শেষ ৷’ বিজেপি নেতৃত্বের অভিযোগ, ভোটের সময় থেকেই ত্রিলোচনকে খুনের ছক কষেছিল তৃণমূল। তবে অভিযোগ অস্বীকার করে শাসক শিবির।
আরও পড়ুন LIC পলিসি হোল্ডারদের জন্য দুঃসংবাদ, বন্ধ হয়ে যাচ্ছে এইসব স্কিমনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, BJP Workers Murder, Supreme Court, West Bengal Government. political killings of bjp workers