Sujit Bhowmik
#নন্দীগ্রাম: করোনা আক্রান্ত হয়ে অসুস্থ পরিবহন ও জলসম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সুস্থতা কামনায় জেলা এবং রাজ্যের জায়গায় জায়গায় পুজোপাট চলছে। অন্যান্য জায়গার পাশাপাশি আজ তাঁর নিজের বিধানসভা এলাকা নন্দীগ্রামের বিভিন্ন মন্দিরেও চলছে হোমযজ্ঞ পূজার্চনা। তাঁর সুস্থতা কামনা করে হোমযজ্ঞ চলছে নন্দীগ্রাম রেওয়াপাড়ার প্রাচীন শিবমন্দিরে ।
পুজো চলছে নন্দীগ্রামের প্রাচীন জানকীনাথ মন্দিরেও। নন্দীগ্রামে পীরের মাজারেও স্থানীয় বিধায়ক ও মন্ত্রী শুভেন্দু অধিকারীর মঙ্গল কামিনায় চাদর চড়ান তাঁর শুভাকাঙ্ক্ষীরা। করোনা আক্রান্ত মন্ত্রী শুভেন্দু অধিকারী আলাদা ভাবেই আছেন কোলাঘাটের এক গেষ্ট হাউসে। চিকিৎসকের নির্দেশে ওষুধ নেওয়া এবং খাওয়া দাওয়া করছেন বলে জানা গিয়েছে। মন্ত্রী নিজে জানিয়েছেন, ভাল আছেন তিনি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Suvendu Adhikari