#দিঘা: আমফান প্রায় দিঘার কাছেই চলে এসেছে৷ যার নির্যাস, মঙ্গলবার রাত থেকেই দিঘায় শুরু হয়ে গিয়েছে জলোচ্ছ্বাস৷ জলোচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে পুরী, পারাদ্বীপ ও চাঁদিপুরেও৷
#WATCH Odisha: Strong winds and high tides at Chandipur in Balasore district, as #CycloneAmphan is expected to make landfall today. pic.twitter.com/KQZnGTuaq8
— ANI (@ANI) May 20, 2020
আজ অর্থাত্ বুধবার চতুর্দশী৷ আগামিকাল অমাবস্যা৷ দিঘায় সমুদ্র একেবারে ফুঁসছে৷ পূর্ব মেদিনীপুরে ১৩.১ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস চলছে৷ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ১৬.৪ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস৷
#WATCH Digha in East Medinipur witnesses high tide and strong winds as #CycloneAmphan is expected to make landfall today. #WestBengal pic.twitter.com/sxmX9Jt3Yw
— ANI (@ANI) May 20, 2020
গঙ্গার জলও এদিন স্বাভাবিকের থেকে ১৪.৮ ফুট পর্যন্ত উপরে থাকবে৷ শক্তিশালী এই সুপার সাইক্লোনটির সকাল সাড়ে ১১টায় গতিবেগ থাকবে ১৬০ থেকে ১৯০ কিমি প্রতি ঘণ্টায়৷ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা থেকে ৪ লক্ষ মানুষকে নিরাপদ দূরত্বে সরানো হয়েছে৷
ওডিশা ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় ঝড়, বৃষ্টি শুরু হয়ে গিয়েছে৷ এখনও ৮২ কিমি প্রতিঘণ্টায় ঝোড়ো হাওয়া বইছে পারাদীপে৷ ঝড়, জল শুরু হয়েছে ওডিশার বালেশ্বরেও৷ চাঁদিপুরেও সমুদ্রের জল উথালপাতাল হচ্ছে৷
দেখুন ভিডিও
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amphan Cyclone, Digha